সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অক্টোবর ২৮–নভেম্বর ৩

গীতসংহিতা ১০৩-১০৪

অক্টোবর ২৮–নভেম্বর ৩

গান ৩০ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “তিনি স্মরণে রাখেন যে, আমরা ধুলো”

(১০ মিনিট)

সমবেদনার কারণে যিহোবা আমাদের প্রতি যুক্তিবাদিতা দেখান (গীত ১০৩:৮; প্রহরীদুর্গ ২৩.০৭ ২১ অনু. ৫)

আমরা যখন ভুল করে ফেলি, তখন যিহোবা আমাদের পরিত্যাগ করেন না (গীত ১০৩:৯, ১০; প্রহরীদুর্গ ২৩.০৯ ৬-৭ অনু. ১৬-১৮)

যিহোবা আমাদের কাছ থেকে এমন কিছু আশা করেন না, যেটা আমরা করতে পারব না (গীত ১০৩:১৪; প্রহরীদুর্গ ২৩.০৫ ২৬ অনু. ২)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি যিহোবার মতো নিজের জীবনসঙ্গীর প্রতি যুক্তিবাদিতা দেখাই?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ১০৪:২৪—এই শাস্ত্রপদ থেকে যিহোবার বিভিন্ন নতুন নতুন জিনিস সৃষ্টি করার ক্ষমতার বিষয়ে আমরা কী শিখতে পারি? (যিহোবার নিকটবর্তী হোন ৫৫ অনু. ১৮)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৪)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। সেই ব্যক্তির সঙ্গে বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই শিরোনামের ভিডিও নিয়ে আলোচনা করুন, যিনি বাইবেল অধ্যয়ন করার প্রস্তাবে রাজি হয়েছেন। (শিক্ষা দেওয়া পাঠ ৯)

৬. বক্তৃতা

(৫ মিনিট) লোকদের ভালোবাসুন পরিশিষ্ট ১ বিষয় ৬—মূলভাব: স্বামীকে ‘নিজ স্ত্রীকে নিজের মতো ভালোবাসতে’ হবে। (শিক্ষা দেওয়া পাঠ ১)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৪৪

৭. আপনি কি আপনার সীমাবদ্ধতা জানেন?

(১৫ মিনিট) আলোচনা।

আমরা যখন মনপ্রাণ দিয়ে যিহোবার সেবা করি, তখন তিনি অনেক খুশি হন এবং সেইসঙ্গে আমরাও। (গীত ৭৩:২৮) কিন্তু, তা করার সময়ে আমাদের নিজেদের সীমাবদ্ধতা জানতে হবে, তা না হলে আমরা অযথা দুশ্চিন্তা করব এবং নিরুৎসাহিত হয়ে পড়ব।

যুক্তিযুক্ত প্রত্যাশা করলে আরও বেশি সম্পন্ন করা যায় নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • যিহোবা আমাদের কাছ থেকে কী আশা করেন? (মীখা ৬:৮)

  • একজন যুবতী বোন কী করেছিলেন, যাতে লক্ষ্য অর্জন করার জন্য তিনি বেশি দুশ্চিন্তা না করেন?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৫৫ এবং প্রার্থনা