সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অক্টোবর ৭-১৩

গীতসংহিতা ৯২-৯৫

অক্টোবর ৭-১৩

গান ৮৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. যিহোবার সেবা করাই হল সর্বোত্তম জীবন!

(১০ মিনিট)

যিহোবা আমাদের উপাসনা পাওয়ার যোগ্য (গীত ৯২:১,; প্রহরীদুর্গ ১৮.০৪ ২৬ অনু. ৫)

যিহোবা তাঁর লোকদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং আনন্দে থাকতে সাহায্য করেন (গীত ৯২:৫; প্রহরীদুর্গ ১৮.১১ ২০ অনু. ৮)

যিহোবা তাঁর উপাসকদের সবসময় মূল্যবান হিসেবে দেখেন, এমনকী তাদের বয়স হয়ে গেলেও (গীত ৯২:১২-১৫; প্রহরীদুর্গ ২০.০১ ১৯ অনু. ১৮)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করার এবং বাপ্তিস্ম নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টা আমাকে বাধা দিচ্ছে?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। কথা বলতে বলতে সেই ব্যক্তিকে এটা বলার চেষ্টা করুন যে, কীভাবে আপনি লোকদের বাইবেল থেকে ভালো বিষয়গুলো জানান। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৩)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই আগ্রহী ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন, যিনি আগের বার বাইবেল অধ্যয়ন করতে চাননি। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৪)

৬. শিষ্য করার সময়

(৫ মিনিট) এমন একজন বাইবেল ছাত্রের সঙ্গে আলোচনা, যিনি কোনো উন্নতি করছেন না। (লোকদের ভালোবাসুন পাঠ ১২ বিষয় ৫)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৫

৭. যখন অল্পবয়সিরা উদ্‌বিগ্নতার শিকার হয়

(১৫ মিনিট) আলোচনা।

যিহোবার উপাসকেরাও উদ্‌বিগ্নতার শিকার হয়। যেমন, দায়ূদ তার জীবনে অনেক উদ্‌বিগ্ন ছিলেন আর বর্তমানেও আমাদের অনেক ভাই-বোন উদ্‌বিগ্নতার শিকার হয়। (গীত ১৩:২; ১৩৯:২৩) দুঃখের বিষয় হল, আমাদের অল্পবয়সিরাও এর হাত থেকে রক্ষা পায় না। কখনো কখনো অতিরিক্ত উদ্‌বিগ্নতার কারণে সেই কাজগুলো করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে, যেগুলো তারা সাধারণত করে থাকে, যেমন স্কুলে অথবা সভায় যাওয়া। তাদের এমনকী প্যানিক অ্যাটাক (আতঙ্ক অনুভব) হতে পারে কিংবা তারা আত্মহত্যা করার কথা চিন্তা করতে পারে।

অল্পবয়সিরা, তোমরা যদি অতিরিক্ত উদ্‌বিগ্ন হয়ে পড়, তা হলে তোমাদের বাবা, মা অথবা মণ্ডলীর কোনো অভিজ্ঞ ভাই কিংবা বোনের সঙ্গে কথা বলো। যিহোবার কাছে প্রার্থনা করতে ভুলে যেয়ো না। (ফিলি ৪:৬) তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। (গীত ৯৪:১৭-১৯; যিশা ৪১:১০) স্টেইনের উদাহরণ লক্ষ করো।

যিহোবা আমার জন্য চিন্তা করেন শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

• বাইবেলের কোন পদ স্টেইনকে সাহায্য করেছিল এবং কেন?

• কীভাবে যিহোবা তার যত্ন নিয়েছেন?

বাবা-মায়েরা, আপনাদের সন্তানেরা যদি উদ্‌বিগ্ন হয়ে পড়ে, তা হলে আপনারা তাদের সাহায্য করতে পারেন। ধৈর্য ধরে তাদের কথা শুনুন, তাদের বলুন যে, আপনারা তাদের ভালোবাসেন এবং তাদের এই বিষয়ে আশ্বস্ত করুন, যিহোবাও তাদের ভালোবাসেন। (তীত ২:৪; যাকোব ১:১৯) যিহোবার কাছে প্রার্থনা করুন এবং সাহায্য চান, যাতে তিনি আপনাকে সান্ত্বনা ও শক্তি দেন।

আমরা হয়তো জানি না, মণ্ডলীর মধ্যে কারা উদ্‌বিগ্নতার সঙ্গে লড়াই করছে অথবা তারা কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমরা তাদের সাহায্য করতে পারি। আমরা মণ্ডলীর সবাইকে আশ্বস্ত করতে পারি যে, আমরা তাদের ভালোবাসি এবং আপন বলে মনে করি।—হিতো ১২:২৫; ইব্রীয় ১০:২৪.

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৮১ এবং প্রার্থনা