সেপ্টেম্বর ১৬-২২
গীতসংহিতা ৮৫–৮৭
গান ৪১ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. প্রার্থনা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে
(১০ মিনিট)
যিহোবার কাছে অনুরোধ করুন যেন তিনি আপনাকে আনন্দ দেন (গীত ৮৬:৪)
যিহোবার কাছে অনুরোধ করুন যেন তিনি আপনাকে বিশ্বস্ত থাকতে সাহায্য করেন (গীত ৮৬:১১, ১২; প্রহরীদুর্গ ১২ ৫/১৫ ২৫ অনু. ১০)
নিশ্চিত থাকুন, যিহোবা আপনার প্রার্থনার উত্তর অবশ্যই দেবেন (গীত ৮৬:৬, ৭; প্রহরীদুর্গ ২৩.০৫ ১৩ অনু. ১৭-১৮)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি যখন কোনো সমস্যায় পড়ি, তখন আমি কি বার বার এবং অনেক সময় ধরে যিহোবার কাছে প্রার্থনা করি?’—গীত ৮৬:৩.
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
গীত ৮৬:১১—দায়ূদের প্রার্থনা থেকে একজন ব্যক্তির হৃদয় সম্বন্ধে কী জানা যায়? (অন্তর্দৃষ্টি-১ ১০৫৮ অনু. ৫, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ৮৬:১–৮৭:৭ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৫)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তি কিছুসময় আগে বলেছিলেন যে, সম্প্রতি কোনো ঘটনা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। তাকে জিজ্ঞেস করুন, তিনি বাইবেল অধ্যয়ন করতে চান কি না। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৪)
৬. শিষ্য করার সময়
(৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১৫ বিষয় ৫. আপনার বাইবেল ছাত্রের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলুন যে, পরের সপ্তাহে আপনি যখন থাকবেন না, তখন কীভাবে তার সঙ্গে অধ্যয়ন হবে। (লোকদের ভালোবাসুন পাঠ ১০ বিষয় ৪)
গান ৮৪
৭. হাল ছেড়ে দিও না
(৫ মিনিট) আলোচনা।
ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
কেন কখনো কখনো আমাদের হয়তো প্রচার করতে ইচ্ছা করে না?
কেন আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়?
৮. বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য প্রচেষ্টা করে যান!
(১০ মিনিট) আলোচনা।
আপনি কি এই মাসের বিশেষ অভিযানে চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশারটা ব্যবহার করে একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছেন? যদি এমনটা হয়, তা হলে আপনি নিশ্চয়ই অনেক আনন্দিত হয়েছেন! আপনার প্রচেষ্টার ফলাফল দেখে ভাই-বোনেরাও হয়তো অনেক উৎসাহিত হয়েছে। তবে, আপনি যদি একটাও বাইবেল অধ্যয়ন শুরু করতে না পারেন, তা হলে আপনি হয়তো নিজেকে ব্যর্থ বলে মনে করছেন। নিরুৎসাহিতার এই অনুভূতি কাটিয়ে ওঠার জন্য আপনি কী করতে পারেন?
‘আমরা ধৈর্য ধরে নিজেদের ঈশ্বরের সেবক হিসেবে তুলে ধরছি’—প্রচার করার সময় নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
আমরা যদি মনে করি যে, প্রচার কাজে আমাদের প্রচেষ্টা বৃথা যাচ্ছে, তা হলে ২ করিন্থীয় ৬:৪, ৬ পদ থেকে আমরা কী করার জন্য উৎসাহ পাই?
এত প্রচেষ্টা করার পরও আপনি যদি একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে না পারেন, তা হলে আপনি কোন কোন রদবদল করতে পারেন?
মনে রাখবেন, আমাদের আনন্দ এটার উপর নির্ভর করে না যে, আমরা কটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছি অথবা পরিচালনা করছি। এর পরিবর্তে, আমরা এটা জেনে আনন্দিত হই যে, যিহোবা আমাদের প্রচেষ্টা দেখে খুশি হন। (লূক ১০:১৭-২০) তাই, মনপ্রাণ দিয়ে এই বিশেষ অভিযানে অংশ নিন এবং মনে রাখুন, ‘প্রভুর জন্য [আপনি] যে-পরিশ্রম করে থাকেন, তা নিষ্ফল নয়।’—১করি ১৫:৫৮.