সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সেপ্টেম্বর ২৩-২৯

গীতসংহিতা ৮৮-৮৯

সেপ্টেম্বর ২৩-২৯

গান ২২ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. যিহোবার শাসন করার পদ্ধতি সর্বোত্তম

(১০ মিনিট)

যিহোবা সবসময় সঠিকভাবে শাসন করেন এবং ন্যায়বিচার করেন (গীত ৮৯:১৪; প্রহরীদুর্গ ১৭.০৬ ২৮ অনু. ৫)

যিহোবার শাসনের অধীনে লোকেরা প্রকৃত আনন্দ লাভ করে (গীত ৮৯:১৫, ১৬; প্রহরীদুর্গ ১৭.০৬ ২৯ অনু. ১০-১১)

যিহোবার শাসন চিরকাল থাকবে (গীত ৮৯:৩৪-৩৭; প্রহরীদুর্গ ১৪ ১০/১৫ ১০ অনু. ১৪)

যিহোবার শাসন করার পদ্ধতি সর্বোত্তম। আমরা যখন এই বিষয়ের উপর মনোযোগ দিই, তখন রাজনৈতিক বিষয়গুলো দেখে অথবা শুনে আমরা নিরপেক্ষতা বজায় রাখতে পারি

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। এমন একজন ব্যক্তিকে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন, যিনি খ্রিস্টান নন। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। বাইবেল অধ্যয়নের নমুনা দেখান। (শিক্ষা দেওয়া পাঠ ৯)

৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন

(৫ মিনিট) বক্তৃতা। চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১ বিষয় ১-২—মূলভাব: বাইবেলে কী রয়েছে? (শিক্ষা দেওয়া পাঠ ২)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৯৪

৭. যিহোবার মান সর্বোত্তম

(১০ মিনিট) আলোচনা।

অনেকে মনে করে, যৌনসম্পর্ক ও বিয়ে সম্বন্ধে বাইবেলের মান অনেক কঠিন এবং পুরোনো। কিন্তু, আপনার কি সম্পূর্ণ আস্থা রয়েছে যে, যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করলে আপনি উপকৃত হবেন?—যিশা ৪৮:১৭, ১৮; রোমীয় ১২:২.

বাইবেলে বলা রয়েছে, যারা ঈশ্বরের নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করে না, তারা “ঈশ্বরের রাজ্য লাভ করবে না।” (১করি ৬:৯, ১০) কিন্তু, আমাদের কি শুধু এই কারণেই ঈশ্বরের মান অনুযায়ী জীবনযাপন করা উচিত?

বিশ্বাসের ভিত্তি—ঈশ্বরের মান বনাম আমার মান শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • কীভাবে যিহোবার নৈতিক মান আমাদের রক্ষা করে?

৮. স্থানীয় প্রয়োজন

(৫ মিনিট)

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১৩৩ এবং প্রার্থনা