সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সেপ্টেম্বর ২-৮

গীতসংহিতা ৭৯-৮১

সেপ্টেম্বর ২-৮

গান ২৯ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. যিহোবার গৌরবময় নামের প্রতি আপনার ভালোবাসা দেখান

(১০ মিনিট)

এমন কাজগুলো থেকে দূরে থাকুন, যেগুলো যিহোবার নামের অসম্মান নিয়ে আসে (গীত ৭৯:৯; প্রহরীদুর্গ ১৭.০২ ৯ অনু. ৫)

যিহোবার নামে ডাকুন (গীত ৮০:১৮; ijwbv ৩ অনু. ৪-৫, অনলাইন প্রবন্ধ)

যিহোবা সেই ব্যক্তিদের প্রচুর আশীর্বাদ করেন, যারা তাঁর আজ্ঞা মেনে চলে এবং তাঁর নামের প্রতি ভালোবাসা দেখায় (গীত ৮১:১৩, ১৬)

আমরা তখনই আমাদের কাজের মাধ্যমে যিহোবার নামের প্রতি সম্মান দেখাব, যখন আমরা লোকদের বলব যে, আমরা তাঁর সাক্ষি

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৮০:১—কেন ইজরায়েলের সমস্ত জাতিকে বোঝানোর জন্য কখনো কখনো যোষেফের নাম ব্যবহার করা হত? (অন্তর্দৃষ্টি-২ ১১১, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(১ মিনিট) ঘরে ঘরে প্রচার। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৪)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৩)

৬. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৩)

৭. পুনর্সাক্ষাৎ করার সময়

(৫ মিনিট) ঘরে ঘরে প্রচার। সেই আগ্রহী ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন, যিনি আগের বার বাইবেল অধ্যয়ন করতে চাননি। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৩)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১০

৮. তারা “আমার নাম পবিত্র বলিয়া মানিবে”

(১৫ মিনিট) আলোচনা।

শয়তান প্রথম বার এদন উদ্যানে যিহোবার নামের উপর নিন্দা নিয়ে এসেছিল। তখন থেকে এখন পর্যন্ত সমস্ত স্বর্গদূত ও মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হয়: তারা যিহোবার নামের প্রতি সম্মান দেখাবে কি না।

লক্ষ করুন, যিহোবার নামের উপর নিন্দা নিয়ে আসার জন্য শয়তান কত বড়ো বড়ো মিথ্যা কথা বলেছে। সে বলেছে, যিহোবা একজন মন্দ ও নিষ্ঠুর রাজা। (আদি ৩:১-৬; ইয়োব ৪:১৮, ১৯) শয়তান দাবি করে, যিহোবার উপাসকেরা তাঁকে মন থেকে ভালোবাসে না। (ইয়োব ২:৪, ৫) সে লক্ষ লক্ষ লোককে এটা বিশ্বাস করতে পরিচালিত করেছে যে, যিহোবা এই অপূর্ব পৃথিবী এবং এতে থাকা বিভিন্ন সুন্দর বিষয় সৃষ্টি করেননি।—রোমীয় ১:২০, ২১.

এই সমস্ত কিছু শুনে আপনার কেমন লাগে? আপনার কি যিহোবা সম্বন্ধে সত্য বিষয়গুলো অন্যদের বলতে ইচ্ছে করে না? যিহোবা জানতেন, তাঁর লোকেরা তাঁর নাম পবিত্র করতে সাহায্য করবে। (যিশা ২৯:২৩) কীভাবে আপনি তা করতে পারেন?

  • অন্যদের যিহোবাকে জানতে এবং তাঁকে ভালোবাসতে সাহায্য করুন। (যোহন ১৭:২৫, ২৬) যিহোবা যে সত্যিই রয়েছেন, এই বিষয়ে প্রমাণ দেওয়ার এবং তাঁর চমৎকার গুণাবলির বিষয়ে অন্যদের বলার জন্য সবসময় প্রস্তুত থাকুন।—যিশা ৬৩:৭

  • সমস্ত হৃদয় দিয়ে যিহোবাকে ভালোবাসুন। (মথি ২২:৩৭, ৩৮) যিহোবার আজ্ঞাগুলো এই কারণে মেনে চলবেন না যে, সেগুলো মেনে চললে আপনি উপকৃত হবেন, কিন্তু এই কারণেও মেনে চলুন যে, আপনি তাঁকে খুশি করতে চান।—হিতো ২৭:১১

প্রেম কখনো শেষ হয় না . . . স্কুলে মন্দ প্রভাব থাকা সত্ত্বেও শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • এরিয়েল ও ডিয়েগো কীভাবে যিহোবার নামের প্রতি সম্মান দেখিয়েছিল?

  • কেন তারা যিহোবার নামের প্রতি সম্মান দেখাতে চেয়েছিল?

  • কীভাবে আপনি তাদের মতো হতে পারেন?

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৯০ এবং প্রার্থনা