সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সেপ্টেম্বর ৩০–অক্টোবর ৬

গীতসংহিতা ৯০-৯১

সেপ্টেম্বর ৩০–অক্টোবর ৬

গান ১৪০ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. অনন্তজীবন একমাত্র যিহোবাই দিতে পারেন

(১০ মিনিট)

আমরা যতই চেষ্টা করি না কেন, মানুষ যত দিন বাঁচে, আমরা সেটার চেয়ে বেশি বাঁচতে পারব না (গীত ৯০:১০; প্রহরীদুর্গ জনসাধারণের সংস্করণ ১৯.৩ ৫ অনু. ৩-৫, ইংরেজি)

যিহোবা “চিরকাল” ধরে আছেন এবং থাকবেন (গীত ৯০:২; প্রহরীদুর্গ জনসাধারণের সংস্করণ ১৯.১ ৫, বাক্স)

যিহোবা সেই ব্যক্তিদের অনন্তজীবন দিতে পারেন এবং অবশ্যই দেবেন, যারা তাঁর উপর নির্ভর করে (গীত ২১:৪; ৯১:১৬)

যিহোবার মানের বিরুদ্ধে গিয়ে এমন কোনো চিকিৎসাপদ্ধতি গ্রহণ করবেন না, যেটার কারণে তাঁর সঙ্গে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে।—প্রহরীদুর্গ ২২.০৬ ১৮ অনু. ১৬-১৭.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। বাইবেল নিয়ে আলোচনা না করেই জানার চেষ্টা করুন, সেই ব্যক্তি কোন বিষয়ে আগ্রহী এবং কী চিন্তা করছে। এর ফলে আপনি বুঝতে পারবেন, কীভাবে বাইবেলের সাহায্যে তার জীবন আরও ভালো হবে। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৩)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৪)

৬. বক্তৃতা

(৫ মিনিট) লোকদের ভালোবাসুন পরিশিষ্ট ১ বিষয় ৫— মূলভাব: আপনি পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারবেন। (শিক্ষা দেওয়া পাঠ ১৪)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৫৮

৭. ঈশ্বরের অপরিমেয় ধৈর্যকে মূল্যবান হিসেবে দেখুন—সময়ের ব্যাপারে যিহোবার মতো দৃষ্টিভঙ্গি রাখুন

(৫ মিনিট) আলোচনা।

ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • আমরা যদি সময়ের ব্যাপারে যিহোবার মতো দৃষ্টিভঙ্গি রাখি, তা হলে কীভাবে আমরা সেই সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে পারব, যখন তিনি তাঁর প্রতিজ্ঞা পূরণ করবেন?

৮. সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য

(১০ মিনিট) ভিডিওটা দেখান

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১৪৭ এবং প্রার্থনা