সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সেপ্টেম্বর ৯-১৫

গীতসংহিতা ৮২-৮৪

সেপ্টেম্বর ৯-১৫

গান ৮০ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

মন্দিরের প্রাঙ্গণে আবাবিল পাখির বাসা দেখে কোরহের এক ছেলের মনে একটা ইচ্ছা জেগে ওঠে

১. যিহোবার জন্য আপনি যা-কিছু করতে পারছেন, সেগুলোর প্রতি উপলব্ধি দেখান

(১০ মিনিট)

যিহোবা আমাদের তাঁর উপাসনা করার যে-সুযোগ দিয়েছেন, সেটার জন্য আমরা তাঁর কাছে খুবই কৃতজ্ঞ (গীত ৮৪:১-৩; প্রহরীদুর্গ জনসাধারণের সংস্করণ ১৬.৬ ৮ অনু. ২-৩, ইংরেজি)

আপনি যে-দায়িত্ব পেয়েছেন, সেটা আনন্দের সঙ্গে পালন করুন। সেই দায়িত্বগুলোর বিষয়ে চিন্তা করবেন না, যেগুলো আপনি পেতে চেয়েছিলেন (গীত ৮৪:১০; প্রহরীদুর্গ ০৮ ৭/১৫ ৩০ অনু. ৩-৪)

যারা বিশ্বস্তভাবে যিহোবার সেবা করে, তিনি তাদের আশীর্বাদ করেন (গীত ৮৪:১১; প্রহরীদুর্গ ২০.০১ ১৭ অনু. ১২)

যিহোবার সেবায় প্রতিটা কাজে আলাদা আলাদা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, কিন্তু আবার আশীর্বাদও রয়েছে। আপনি যদি সেই আশীর্বাদগুলো নিয়ে চিন্তা করেন, তা হলে আপনি যেকোনো কাজে আনন্দ খুঁজে পাবেন।

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৮২:৩—মণ্ডলীতে “অনাথদের” প্রতি ভালোবাসা ও চিন্তা দেখানো কেন গুরুত্বপূর্ণ? (অন্তর্দৃষ্টি-১ ৮১৬, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. সহানুভূতি দেখান—যিশু কী করেছিলেন?

(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান আর এরপর লোকদের ভালোবাসুন শিরোনামের ব্রোশারের পাঠ ৯ বিষয় ১-২ নিয়ে আলোচনা করুন।

৫. সহানুভূতি দেখান—আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৫৭

৬. স্থানীয় প্রয়োজন

(১৫ মিনিট)

৭. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১৩০ এবং প্রার্থনা