ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একজন মা ও মেয়ের কাছে প্রচার করা হচ্ছে

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা সেপ্টেম্বর ২০১৬

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

T-34 ট্র্যাক্ট অর্পণ করার এবং ঈশ্বর যে আমাদের জন্য চিন্তা করেন, সেই সম্বন্ধে বাইবেলের একটা সত্য তুলে ধরার ধারণা। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করুন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

‘সদাপ্রভুর ব্যবস্থা-পথে চল’

যিহোবার ব্যবস্থাপথে চলার অর্থ কী? গীতসংহিতার ১১৯ গীতের রচয়িতা বর্তমানে আমাদের জন্য এক উত্তম উদাহরণ।

খ্রিস্টীয় জীবনযাপন

ঘরে ঘরে প্রচার করার সময় যদি কোনো অল্পবয়সি সন্তান বেরিয়ে আসে

যেভাবে সঠিক প্রতিক্রিয়া ও সেইসঙ্গে তার বাবা-মায়ের প্রতি সম্মান দেখানো যায়।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে”

গীতসংহিতার ১২১ গীতে যিহোবার সুরক্ষাকে বিভিন্ন শব্দচিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

আমরা আশ্চর্যরূপে নির্মিত

গীতসংহিতার ১৩৯ গীতে দায়ূদ ঈশ্বরের ভয়াবহ সৃষ্টির দেখে তাঁর প্রশংসা করেন।

খ্রিস্টীয় জীবনযাপন

বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময় এই ফাঁদগুলো এড়িয়ে চলুন

বাইবেল ছাত্রদের হৃদয়ে পৌঁছানোর জন্য আমাদের কী কী করা এড়িয়ে চলতে হবে?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“সদাপ্রভু মহান্‌ ও অতীব কীর্ত্তনীয়”

গীতসংহিতার ১৪৫ গীত দেখায়, দায়ূদ উপলব্ধি করতে পেরেছিলেন যে, যিহোবা যে তাঁর সমস্ত অনুগত দাসদের যত্ন নেন।

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—আগ্রহী ব্যক্তিদের সভাতে আসার জন্য উৎসাহিত করে

সাধারণত, আগ্রহী ব্যক্তি ও বাইবেল ছাত্ররা যখন সভাতে আসা শুরু করে, তখন তারা আরও উন্নতি করে।