সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? (T-34 ট্র্যাক্ট, প্রচ্ছদ)

প্রশ্ন: [স্থানীয় কোনো দুঃখজনক ঘটনার কথা উল্লেখ করুন এবং এরপর ট্র্যাক্টের শিরোনাম দেখিয়ে জিজ্ঞেস করুন] দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? এই প্রশ্নের উত্তরে আপনি কী বলবেন, হ্যাঁ? না? হয়তো হবে?

শাস্ত্রপদ: গীত ৩৭:৯-১১

অর্পণ: এই ট্র্যাক্টে ব্যাখ্যা করা হয়েছে, কেন আমরা বিশ্বাস করতে পারি যে, দুঃখকষ্ট শেষ হবেই।

দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? (T-34 ট্র্যাক্ট, পিছনের পৃষ্ঠা)

প্রশ্ন: বর্তমানে আমাদের চারপাশে মন্দতার কারণে বেশিরভাগ সময়ই নির্দোষ ব্যক্তিদের কষ্টভোগ করতে হয়। আপনি কী মনে করেন, কেন ঈশ্বর এই দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?

শাস্ত্রপদ: ২পিতর ৩:৯

অর্পণ: কেন শীঘ্রই দুঃখকষ্ট শেষ হয়ে যাবে, সেই বিষয়ে এই ট্র্যাক্টে দুটো কারণ তুলে ধরা হয়েছে।

সত্য সম্বন্ধে শিক্ষা দিন

প্রশ্ন: ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন কি না, তা আমরা কীভাবে জানতে পারি?

শাস্ত্রপদ: ১পিতর ৫:৭

সত্য: ঈশ্বর আমাদেরকে তাঁর কাছে প্রার্থনা করতে আমন্ত্রণ জানান কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন।

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন