সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ১২০-১৩৪

“সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে”

“সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে”

গীতসংহিতার ১২০ থেকে ১৩৪ গীত আরোহণ-গীত নামে পরিচিত। অনেকে মনে করে, বার্ষিক উৎসবগুলোতে যোগ দেওয়ার জন্য যিহূদার পর্বতে অবস্থিত যিরূশালেমে আরোহণ করার সময় আনন্দিত ইস্রায়েলীয় উপাসকরা এই গীতগুলো গাইত।

যিহোবার সুরক্ষাকে এই শব্দচিত্রগুলোর মাধ্যমে বর্ণনা করা হয়েছে, যেমন . . .

১২১:৩-৮

  • সদাজাগ্রত একজন মেষপালক

  • রোদের মধ্যে ছায়া

  • একজন অনুগত সৈনিক