সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ১৩৫-১৪১

আমরা আশ্চর্যরূপে নির্মিত

আমরা আশ্চর্যরূপে নির্মিত

সৃষ্টির মধ্যে ঈশ্বরের যে-উত্তম গুণাবলি প্রতিফলিত হয়, সেগুলোর প্রমাণ নিয়ে দায়ূদ ধ্যান করেন। যিহোবার উপর আস্থা থাকায়, তিনি সারাজীবন ধরে তাঁর সেবা করেন।

দায়ূদ যখন সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করেন, তখন তিনি যিহোবার প্রশংসা করার জন্য অনুপ্রাণিত হন:

১৩৯:১৪

  • “আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্য্যরূপে নির্ম্মিত”

১৩৯:১৫

  • “আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্ম্মিত হইতেছিলাম, পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম”

১৩৯:১৬

  • “তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল”