সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

ঘরে ঘরে প্রচার করার সময় যদি কোনো অল্পবয়সি সন্তান বেরিয়ে আসে

ঘরে ঘরে প্রচার করার সময় যদি কোনো অল্পবয়সি সন্তান বেরিয়ে আসে

ঘরে ঘরে প্রচার করার সময় যদি কোনো অল্পবয়সি সন্তান বেরিয়ে আসে, তা হলে আমরা তাকে বলতে পারি যে, আমরা তার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চাই। এটা প্রকাশ করবে, আমরা তাদের মস্তকপদের প্রতি সম্মান দেখাচ্ছি। (হিতো ৬:২০) সন্তান যদি আমাদের ঘরে ঢুকতে বলে, তা হলে আমাদের না বলা উচিত। তার বাবা-মা যদি ঘরে না থাকে, তা হলে আমাদের অন্য কোনো সময়ে ফিরে যাওয়া উচিত।

সন্তান যদি মোটামুটি বড়োও হয়, হতে পারে ১৫-১৯ বছর বয়সি, তবুও আমাদের বলা উচিত যে, আমরা তার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চাই। তারা যদি ঘরে না থাকে, তা হলে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি, নিজের পছন্দমতো কিছু পড়লে বাবা-মা রাগ করবেন কি না। যদি রাগ না করেন, তা হলে আমরা তাকে কোনো সাহিত্য দিতে পারি এবং jw.org ওয়েবসাইট দেখার কথা বলতে পারি।

আমরা যদি সেই আগ্রহী তরুণ বা তরুণীর কাছে ফিরে যাই, তা হলে আমাদের পুনরায় বলা উচিত যে, আমরা তার বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চাই। বাবা-মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পেলে আমরা তাদের কাছে আমাদের সাক্ষাতের উদ্দেশ্য ব্যাখ্যা করতে ও সেইসঙ্গে বাইবেল থেকে পরিবারের জন্য নির্ভরযোগ্য উপদেশ দেখাতে পারব। (গীত ১১৯:৮৬, ১৩৮) এভাবে আমরা যদি বাবা-মায়ের প্রতি সম্মান দেখাই, তা হলে এটা এক উত্তম সাক্ষ্য হিসেবে কাজ করবে এবং পরিবারকে সুসমাচার জানানোর আরও সুযোগ করে দেবে।—১পিতর ২:১২.