সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—আগ্রহী ব্যক্তিদের সভাতে আসার জন্য উৎসাহিত করে

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—আগ্রহী ব্যক্তিদের সভাতে আসার জন্য উৎসাহিত করে

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: সভাতে আসার মাধ্যমে আমরা নিয়মিতভাবে ‘সদাপ্রভুর উদ্দেশে গীত গাইতে’ এবং “তাঁহার প্রশংসা” করতে পারি। (গীত ১৪৯:১) সভাগুলোতে আমাদের ঈশ্বরের ইষ্ট বা ইচ্ছা পালন করার জন্য শিক্ষা দেওয়া হয়। (গীত ১৪৩:১০) সাধারণত, আগ্রহী ব্যক্তি ও বাইবেল ছাত্ররা যখন সভাতে আসা শুরু করে, তখন তারা আরও উন্নতি করে।

যেভাবে এটা করা যায়:

  • প্রথম থেকেই সভাতে আসার জন্য আমন্ত্রণ জানান। বাইবেল অধ্যয়ন শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।—প্রকা ২২:১৭

  • আগ্রহী ব্যক্তি সভায় গিয়ে কী দেখতে পাবেন ও সেইসঙ্গে সেই সপ্তাহে কী আলোচনা করা হবে, তা তার কাছে ব্যাখ্যা করুন। এই ক্ষেত্রে পরবর্তী বিষয়গুলো সাহায্যকারী হতে পারে: মণ্ডলীর সভার আমন্ত্রণপত্র, কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিও এবং যিহোবার ইচ্ছা ব্রোশারের পাঠ ৫

  • সাহায্যের প্রয়োজন আছে কি না, তা জিজ্ঞেস করুন। আগ্রহী ব্যক্তিকে কি সঙ্গে করে সভাতে নিয়ে আসতে হবে? কিংবা উপযুক্ত পোশাক-আশাক বাছাই করার জন্য তার কি সাহায্যের প্রয়োজন আছে? সভাতে তার পাশে বসুন এবং তাকে আপনার প্রকাশনা দেখান। অন্যদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিন