দক্ষিণ কোরিয়ায় রীতিবহির্ভূত সাক্ষ্যদান করা হচ্ছে

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা সেপ্টেম্বর ২০১৮

কথোপকথনের নমুনা

ঈশ্বর লোকেদের সম্বন্ধে কেমন অনুভব করেন, সেই সম্বন্ধে ধারাবাহিক কথোপকথনের নমুনা।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিশু তাঁর প্রথম অলৌকিক কাজ করেন

যিশুর প্রথম অলৌকিক কাজ তাঁর ব্যক্তিত্ব সম্বন্ধে আমাদের অন্তর্দৃষ্টি প্রদান করে।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিশু একজন শমরীয় মহিলার কাছে সাক্ষ্য দেন

রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার জন্য, যিশু সেই মহিলার দৈনন্দিন জীবন থেকে একটা উদাহরণ নিয়ে কথা শুরু করেছিলেন।

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো​—⁠এমন কথাবার্তা শুরু করে, যা সাক্ষ্যদানের সুযোগ করে দেয়

কীভাবে আমরা অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা শুরু করার ক্ষেত্রে আমাদের দক্ষতা বাড়াতে পারি?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

সঠিক উদ্দেশ্য নিয়ে যিশুকে অনুসরণ করুন

কোনো কোনো শিষ্যের যেহেতু স্বার্থপর উদ্দেশ্য ছিল, তাই তারা বিঘ্ন পেয়েছিল ও তাঁকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছিল।

খ্রিস্টীয় জীবনযাপন

কিছুই নষ্ট হয়নি

যিশুর মতো, আমরাও যিহোবার জোগানো বিভিন্ন বিষয় অপচয় না করার মাধ্যমে সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিশু তাঁর পিতাকে গৌরবান্বিত করেছিলেন

যিশুর প্রধান চিন্তার বিষয় ছিল যিহোবা তাঁকে যে-কাজ দিয়েছেন, তা সম্পন্ন করা।

খ্রিস্টীয় জীবনযাপন

খ্রিস্টের মতো নম্র ও বিনয়ী মনোভাব দেখান

আমরা যখন মণ্ডলীতে বিশেষ সুযোগ বা দায়িত্ব পাই, তখন আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?