সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যোহন ৩-৪

যিশু একজন শমরীয় মহিলার কাছে সাক্ষ্য দেন

যিশু একজন শমরীয় মহিলার কাছে সাক্ষ্য দেন

৪:৬-২৬, ৩৯-৪১

কেন যিশু রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করতে পেরেছিলেন?

  • ৪:৭—রাজ্য সম্বন্ধে কথা বলার কিংবা নিজেকে মশীহ হিসেবে তুলে ধরার পরিবর্তে, তিনি শুধু জল চাওয়ার মাধ্যমে কথাবার্তা শুরু করেছিলেন

  • ৪:৯—শমরীয় মহিলার জাতির কথা চিন্তা করে তিনি আগেই তার সম্বন্ধে কোনো ধারণা গড়ে তোলেননি

  • ৪:৯, ১২—সেই মহিলা যখন এমন বিষয় উত্থাপন করেছিলেন যা বিতর্ক সৃষ্টি করতে পারত, তখন যিশু তাঁর আলোচনা থেকে বিক্ষিপ্ত হয়ে যাননি—“আমার পশ্চাদ্গামী হও”  ৭৭ অনু. ৩, ইংরেজি

  • ৪:১০—তিনি সেই মহিলার দৈনন্দিন জীবন থেকে একটা উদাহরণ নিয়ে কথা শুরু করেছিলেন

  • ৪:১৬-১৯—যদিও সেই মহিলা অনৈতিক জীবনযাপন করছিলেন, কিন্তু যিশু তার প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করেছিলেন

কীভাবে এই বিবরণ রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার গুরুত্ব সম্বন্ধে তুলে ধরে?