সেপ্টেম্বর ১৭-২৩
যোহন ৫-৬
গান ১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“সঠিক উদ্দেশ্য নিয়ে যিশুকে অনুসরণ করুন”: (১০ মিনিট)
যোহন ৬:৯-১১—যিশু অলৌকিকভাবে বহুসংখ্যক লোককে খাবার খাইয়েছিলেন (“পুরুষেরা সেখানে বসে গেল, তাদের সংখ্যা প্রায় ৫,০০০” স্টাডি নোট—যোহন ৬:১০, nwtsty)
যোহন ৬:১৪, ২৪—লোকেরা এই সিদ্ধান্তে এসেছিল, যিশুই হলেন মশীহ আর পরদিন আবার তাঁর খোঁজ করেছিল (“ভাববাদী” স্টাডি নোট—যোহন ৬:১৪, nwtsty)
যোহন ৬:২৫-২৭, ৫৪, ৬০, ৬৬-৬৯—লোকেরা যেহেতু ভুল উদ্দেশ্য নিয়ে যিশু ও তাঁর শিষ্যদের সঙ্গে মেলামেশা করছিল, তাই তারা তাঁর কথায় বিঘ্ন পেয়েছিল (“যে-খাবার নষ্ট হয়ে যায় ... যে-খাবার অনন্তজীবন পর্যন্ত থাকে” স্টাডি নোট—যোহন ৬:২৭, nwtsty; “আমার মাংস খায় ও আমার রক্ত পান করে” স্টাডি নোট—যোহন ৬:৫৪, nwtsty; প্রহরীদুর্গ ০৫ ৯/১ ২১ অনু. ১৩-১৪)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যোহন ৬:৪৪—কীভাবে পিতা লোকেদের তাঁর কাছে আকর্ষণ করেন বা টেনে আনেন? (“তিনি টেনে ... আনলে” স্টাডি নোট—যোহন ৬:৪৪, nwtsty)
যোহন ৬:৬৪—কোন অর্থে যিশু “প্রথম হইতে” বা শুরু থেকেই “জানিতেন” যে, যিহূদা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন? (“যিশু ... জানতেন, ... কে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে,” “শুরু থেকেই” স্টাডি নোট—যোহন ৬:৬৪, nwtsty)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যোহন ৬:৪১-৫৯
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। গৃহকর্তা এমন কোনো বিষয় উত্থাপন করেন, যে-বিষয়ে আপনার এলাকায় সাধারণত আপত্তি জানানো হয়।
প্রথম পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। গৃহকর্তা আপনাকে বলেন, তিনি একজন খ্রিস্টান।
দ্বিতীয় পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
আপনি কীভাবে করেছেন?: (৫ মিনিট) আলোচনা। কথাবার্তা শুরু করার চেষ্টা করার মাধ্যমে শ্রোতারা সাক্ষ্যদান করার যে-উত্তম অভিজ্ঞতা লাভ করেছে, সেই সম্বন্ধে বলার জন্য তাদের আমন্ত্রণ জানান।
“কিছুই নষ্ট হয়নি”: (১০ মিনিট) আলোচনা। পরিবেশবান্ধব নকশা যিহোবার গৌরব নিয়ে আসে—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন বিভাগ ৪, পৃষ্ঠা ২২৯, অধ্যায় ২৩ অনু. ১-৯
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১২০ এবং প্রার্থনা