সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

কিছুই নষ্ট হয়নি

কিছুই নষ্ট হয়নি

যিশু অলৌকিকভাবে ৫,০০০ পুরুষ আর সেইসঙ্গে আরও মহিলা ও ছেলে-মেয়েকে খাওয়ানোর পর, তাঁর শিষ্যদের এই নির্দেশনা দিয়েছিলেন: “অবশিষ্ট গুঁড়াগাঁড়া সকল সংগ্রহ কর, যেন কিছুই নষ্ট না হয়।” (যোহন ৬:১২) যিহোবার জোগানো খাবার নষ্ট বা অপচয় না করার মাধ্যমে যিশু কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

আধুনিক দিনে, পরিচালকগোষ্ঠী উৎসর্গীকৃত সম্পদ বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করার মাধ্যমে যিশুকে অনুকরণ করার প্রচেষ্টা করে। উদাহরণ স্বরূপ, নিউ ইয়র্কের ওয়ারউইকে বিশ্বপ্রধান কার্যালয় নির্মাণ করার সময় ভাইয়েরা এমন নকশা বাছাই করেছিলেন, যার ফলে প্রাপ্ত দানকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা হয়েছিল।

কীভাবে আমরা অপচয় করা এড়াতে পারি, . . .