সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সেপ্টেম্বর ২৪-৩০

যোহন ৭-৮

সেপ্টেম্বর ২৪-৩০
  • গান ২ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিশু তাঁর পিতাকে গৌরবান্বিত করেছিলেন”: (১০ মিনিট)

    • যোহন ৭:১৫-১৮—যিশুকে যখন তাঁর শিক্ষার জন্য প্রশংসা করা হয়েছিল, তখন তিনি সেই কৃতিত্ব যিহোবাকে দিয়েছিলেন (আমার পশ্চাদ্গামী হও” ১০০-১০১ অনু. ৫-৬, ইংরেজি)

    • যোহন ৭:২৮, ২৯—যিশু বলেছিলেন, তাঁকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, যা যিহোবার প্রতি তাঁর বশ্যতা সম্বন্ধে ইঙ্গিত দেয়

    • যোহন ৮:২৯—যিশু তাঁর শ্রোতাদের বলেছিলেন, তিনি সবসময় এমন বিষয়গুলো করেছেন, যেগুলো যিহোবাকে খুশি করে (প্রহরীদুর্গ ১১ ৩/১৫ ১১ অনু. ১৯)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যোহন ৭:৮-১০—যিশু কি তাঁর অবিশ্বাসী ভাইদের কাছে মিথ্যা বলেছিলেন? (প্রহরীদুর্গ ০৭ ২/১ ৬ অনু. ৪)

    • যোহন ৮:৫৮—এই শাস্ত্রপদের শেষ অভিব্যক্তিটা, “আমি আছি” হিসেবে অনুবাদ করার ভিত্তি কী এবং কেন তা গুরুত্বপূর্ণ? (“আমি আছি” স্টাডি নোট—যোহন ৮:৫৮, nwtsty)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যোহন ৮:৩১-৪৭

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।

  • তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করা যায় এমন কোনো প্রকাশনা অর্পণ করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) ‘ঈশ্বরের প্রেম’ (lv) বইয়ের অধ্যায় ১ অনু. ১০-১১

খ্রিস্টীয় জীবনযাপন