যিশু তাঁর পিতাকে গৌরবান্বিত করেছিলেন
যিশু তাঁর সমস্ত কথায় ও কাজে তাঁর স্বর্গীয় পিতাকে গৌরবান্বিত করেছিলেন। যিশু চেয়েছিলেন যেন লোকেরা জানতে পারে, তাঁর বার্তা ঈশ্বরের কাছ থেকে এসেছে। তাই তিনি শাস্ত্রের উপর ভিত্তি করে তাঁর শিক্ষা তুলে ধরেছিলেন ও প্রায়ই সেখান থেকে উদ্ধৃতি করেছিলেন। যখন যিশুকে প্রশংসা করা হয়েছিল, তখন তিনি সেই প্রশংসা নিজে না নিয়ে বরং যিহোবাকে দিয়েছিলেন। তাঁর প্রধান চিন্তার বিষয় ছিল যিহোবা তাঁকে যে-কাজ দিয়েছেন, তা সম্পন্ন করা।—যোহন ১৭:৪.
কীভাবে আমরা সেই সময়ে যিশুকে অনুকরণ করতে পারি, যখন আমরা . . .
-
বাইবেল অধ্যয়ন করাই অথবা মঞ্চ থেকে শিক্ষা দিই?
-
অন্যদের কাছ থেকে প্রশংসা লাভ করি?
-
আমাদের সময় কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিই?