সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১০৫

“ঈশ্বর প্রেম”

“ঈশ্বর প্রেম”

(১ যোহন ৪:৭, ৮ )

  1. ১. যাঃ-য়ের হ-লাম অ-নু-কা-রী

    কা-রণ হ-ল “ঈ-শ্বর প্রেম”।

    কর-ব প-র-স্পর-কে প্রেম আর,

    যাঃ-য়ের প্র-তি অ-টল প্রেম।

    এই দুই আ-জ্ঞা মে-নে চল-লে,

    দে-বেন যাঃ আ-শিস প্র-চুর।

    যি-শুর ম-তো ভা-লো-বাস-লে,

    স-বাই পা-ব শা-ন্তি, সুখ।

  2. ২. যাঃ-য়ের আ-জ্ঞা ভা-লো-বাস-লে,

    ভাই-বোন-দের ভা-লো-বাস-ব।

    প্রেম দে-খা-লে ধৈ-র্য ধর-ব,

    কর-ব না হিং-সা, গ-র্ব।

    আ-ঘা-তের হি-সাব রাখ-ব না,

    দ্রু-ত রে-গে উঠ-ব না।

    ভ্রা-তৃ-প্রেম তাই রাখ-ব ব-জায়।

    ব-লো প্রেম কি শেষ হ-য়ে যায়?

  3. ৩. এক-জন য-দি প্রেম না দে-খায়

    কো-নো লাভ নেই তা হ-লে।

    যাঃ-য়ের আ-জ্ঞা জা-নে না সে,

    চ-লে না সে তাঁর প-থে।

    ঈ-শ্বর-কে তাই ভা-লো-বাস-ব,

    আর সব প্র-তি-বে-শী-কে।

    এই দুই- আ-জ্ঞা ম-নে রাখ-ব।

    এ-টাই স-ত্য, “ঈ-শ্বর প্রেম”।