সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১০

আমাদের ঈশ্বর যিহোবার প্রশংসা করো!

আমাদের ঈশ্বর যিহোবার প্রশংসা করো!

(গীতসংহিতা ১৪৫:১২)

  1. ১. যাঃ-য়ের নাম কর-তে চাই প্র-চার

    আর প্র-শং-সা চাই হোক বার বার।

    ম-হা-দিন আস-ছে খুব কা-ছে

    তাই স-বাই-কে সাব-ধান ক-রে যাই।

    তাঁর পু-ত্র-কে তি-নি দি-য়ে-ছেন যে

    রা-জ্যের ভার আর রাজ সিং-হা-সন

    তাই চ-লো স-বাই আ-নন্‌-দে জা-নাই

    কী আ-শিস আন-বে তাঁর শা-সন!

    (কোরাস)

    গাও গৌ-রব, গাও যি-হো-বার গান

    জা-নুক তাঁর কাজ সা-রা পৃ-থি-বী!

  2. ২. খু-শি হই, যাঃ-কে দিই সম্‌-মান

    ক-রি তাঁর না-মের গু-ণ-গান।

    ব-লি আজ স-বাই সা-হ-সে

    তি-নি জ্ঞা-নী আর যে দ-য়া-বান।

    আশ্‌-চর্‌-য তাঁর হা-তের স-ম-স্ত কাজ

    তবু ন-ম্র যে তি-নি খুব।

    রোজ ক-রু-ণা, ক্ষ-মা দে-খি-য়ে যান,

    পা-শে আ-ছেন যে স-বার আজ।

    (কোরাস)

    গাও গৌ-রব, গাও যি-হো-বার গান

    জা-নুক তাঁর কাজ সা-রা পৃ-থি-বী!

(আরও দেখুন গীত. ৮৯:২৭; ১০৫:১; যির. ৩৩:১১)