সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১২৫

খুশি যারা দয়াময়!

খুশি যারা দয়াময়!

(মথি ৫:৭)

  1. ১. দ-য়া-ময় তু-মি, হে পি-তা!

    গুণ দ-য়ার দে-খাও স-র্ব-দা।

    যি-হো-বা, উ-দার তো-মার মন,

    মে-টাও আ-মা-দের প্র-য়ো-জন।

    কেউ কর-লে পা-পের অ-নু-তাপ,

    হে পি-তা, তু-মি ক-র মাফ।

    দ-য়া দে-খাও স-বার জ-ন্য।

    য-দি-ও আম-রা ন-গ-ণ্য।

  2. ২. যি-হো-বা শো-ন প্রা-র্থ-না,

    বো-ঝ আ-মা-দের য-ন্ত্র-না।

    কী-ভা-বে ক্ষ-মা পাও-য়া যায়,

    শে-খা-লেন যি-শু সেই উ-পায়।

    যে ক্ষ-মা পে-তে চায় যাঃ-য়ের,

    সে ক্ষ-মা কর-বে অ-ন্য-দের।

    তাই তু-মি ঘৃ-ণা ক-রে জয়,

    হও পি-তার ম-তো দ-য়া-ময়।

  3. ৩. যা ক-রি দান এ জী-ব-নে,

    তা ক-রি যে-ন গো-প-নে।

    নেই যে প্র-শং-সা পাও-য়ার ঝোঁক,

    চাই শু-ধু লো-কে খু-শি হোক।

    যি-হো-বা সব দান দেখ-তে পান,

    দেন এক-শ-গুণ তার প্র-তি-দান।

    হ্যাঁ, খু-শি যা-রা দ-য়া-ময়,

    হয় প্রি-য় যাঃ-য়ের সব-স-ময়।

(আরও দেখুন মথি ৬:২-৪, ১২-১৪.)