সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১২৮

শেষ অবধি ধৈর্য ধরো

শেষ অবধি ধৈর্য ধরো

(মথি ২৪:১৩)

  1. ১. যি-হো-বার বা-ক্যের সব ক-থা

    যা স-ত্য আর অ-টল।

    দেয় সা-হা-য্য ধর-তে ধৈ-র্য

    স-রায় সং-শয় যে স-কল।

    আর দৃ-ঢ় থা-কি বি-শ্বা-সে,

    জা-নি যাঃ-য়ের দিন নেই দূর,

    তাই চল-ব যে বি-শ্ব-স্ত-তায়

    সাম-নে য-তই ঝড় আ-সুক।

  2. ২. আজ রা-খো ব-জায় তো-মার প্রেম

    যা ছি-ল প্র-থ-মে।

    প-রী-ক্ষা আ-সে য-দি-ও

    পো-ড়ো না ভে-ঙে তা-তে।

    ভয় পে-য়ো না, আ-ছেন তো যাঃ

    ম-নে এ-নো না সং-শয়।

    যি-হো-বা দে-খান স-ঠিক পথ

    আর দেন নি-রা-পদ আ-শ্রয়।

  3. ৩. বি-শ্ব-স্ত থাক-লে শেষ অব-ধি

    অ-ব-শ্যই পা-বে উ-দ্ধার।

    আর হ-বে জী-বন-পু-স্ত-কে

    তো-মার নাম লে-খা এ-বার।

    তাই ধৈ-র্য-শীল হও সব ক্ষে-ত্রে

    বেঁ-চে থা-কো তাঁর শি-ক্ষায়।

    যি-হো-বার আ-শী-র্বা-দে রও

    তাঁর রা-জ্যে-রই প্র-তী-ক্ষায়।