সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৩৯

নিজেকে পরমদেশে কল্পনা করুন

নিজেকে পরমদেশে কল্পনা করুন

(প্রকাশিত বাক্য ২১:১-৫)

  1. ১. দে-খো এক-বার আজ কল্‌-প-নায়

    সুন্‌-দর জী-বন এক ন-তুন দু-নি-য়ায়

    তু-মি আ-ছো, আ-মি আ-ছি,

    আর দুঃ-খ-কষ্‌-ট সব ভু-লে-ছি।

    আজ মন্‌-দ-তার নেই লেশ-মা-ত্র,

    যি-হো-বার রা-জ-ত্ব সর্‌-ব-ত্র

    আ-ছি দাঁ-ড়ি-য়ে এক ন-তুন ভোর-বে-লায়,

    হৃ-দয় থে-কে গাই-ছি

    প্র-শং-সা জোর গ-লায়:

    (কোরাস)

    “ধ-ন্য-বাদ ঈ-শ্বর, জা-নাই প্র-তি-ক্ষণ,

    ক-রে-ছ তু-মি প্র-তি-জ্ঞা পূ-রণ।

    হৃ-দয় কৃ-ত-জ্ঞ-তায় গাই-তে চায় যে আ-বার:

    হোক গৌ-রব, প্র-শং-সা, প্র-তাপ স-দা তো-মার।”

  2. ২. দে-খো আ-বার আজ কল্‌-প-নায়

    আম-রা স-বাই সেই ন-তুন দু-নি-য়ায়।

    নেই যে কান্‌-না, নেই বে-দ-না,

    ই-তি হ-লো শোক আর আর্‌-ত-নাদ।

    ন-তুন আ-কাশ, ন-তুন বা-তাস,

    মা-নু-ষের মা-ঝে যাঃ-য়ের আ-বাস।

    স-ময় এ-সে-ছে, প্রি-য়-জন-কে দে-খার,

    তাঁর পু-ত্রের ডা-কে তা-রা

    উঠ-বে যে আ-বার!

    (কোরাস)

    “ধ-ন্য-বাদ ঈ-শ্বর, জা-নাই প্র-তি-ক্ষণ,

    ক-রে-ছ তু-মি প্র-তি-জ্ঞা পূ-রণ।

    হৃ-দয় কৃ-ত-জ্ঞ-তায় গাই-তে চায় যে আ-বার:

    হোক গৌ-রব, প্র-শং-সা, প্র-তাপ স-দা তো-মার।”

(আরও দেখুন —গীত. ৩৭:১০, ১১; যিশা. ৬৫:১৭; যোহন ৫:২৮; ২পিতর ৩:১৩.)