গান ১৪৫
পরমদেশের প্রতিজ্ঞা
-
১. কর-লেন ঈ-শ্বর প্র-তি-জ্ঞা এই যে,
কর-বেন সু-ন্দর এই পৃ-থি-বী।
হা-জার ব-ছর যি-শুর শা-স-নে
দুঃ-খের স্মৃ-তির হবে ই-তি।
(কোরাস)
সেই প-রম-দেশ আজ দেখ-তে পাই
ম-নের চো-খে, আম-রা স-বাই।
দু-শ্চি-ন্তা নেই, নেই উদ্-বেগ ভয়।
বি-শ্ব জু-ড়ে শা-ন্তি অ-ক্ষয়।
-
২. পু-ন-রু-ত্থান তাই কর-বে বা-স্তব
ক-থা যি-শুর অ-ব-শে-ষে:
‘থাক-বে তু-মি, প্র-তি-জ্ঞা কর-ছি,
আ-মার স-ঙ্গে প-রম-দে-শে।’
(কোরাস)
সেই প-রম-দেশ আজ দেখ-তে পাই
ম-নের চো-খে, আম-রা স-বাই।
দু-শ্চি-ন্তা নেই, নেই উদ্-বেগ ভয়।
বি-শ্ব জু-ড়ে শা-ন্তি অ-ক্ষয়।
-
৩. জা-নি সেই দিন খুব শী-ঘ্রই আস-বে
কা-রণ যি-শু শা-সন র-ত।
তাই ধ-ন্য-বাদ ঈ-শ্বর-কে রোজ দিই,
তাঁর প্র-শং-সায় থা-কি ম-গ্ন।
(কোরাস)
সেই প-রম-দেশ আজ দেখ-তে পাই
ম-নের চো-খে, আম-রা স-বাই।
দু-শ্চি-ন্তা নেই, নেই উদ্-বেগ ভয়।
বি-শ্ব জু-ড়ে শা-ন্তি অ-ক্ষয়।
(আরও দেখুন মথি ৫:৫; ৬:১০; যোহন ৫:২৮, ২৯.)