সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৪৯

যিহোবার হৃদয়কে আনন্দিত করা

যিহোবার হৃদয়কে আনন্দিত করা

(হিতোপদেশ ২৭:১১)

  1. ১. হে পি-তা তো-মার ই-চ্ছা-টাই

    প্র-ধান হোক চে-য়ে-ছি স-বাই।

    তাই আ-মা-দের-কে প্র-জ্ঞা দাও,

    কর-ব কাজ যে-মন তু-মি চাও।

  2. ২. বি-শ্বস্‌-ত বু-দ্ধি-মান সেই দাস

    তো-মার নাম কর-ছে যে প্র-কাশ,

    খা-দ্য দি-চ্ছে স-ময়-ম-তো।

    সেই খা-দ্য শক্‌-তি দেয় ক-ত!

  3. ৩. প-বি-ত্র শক্‌-তি আ-মায় দাও

    আর স-ত্যের পথ তু-মি দে-খাও।

    যে-ন আ-মার সব আ-চ-রণ

    খু-শি ক-রে তো-মার-ই মন।