সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৫২

খ্রিস্টীয় উৎসর্গীকরণ

খ্রিস্টীয় উৎসর্গীকরণ

(ইব্রীয় ১০:৭,)

  1. ১. যি-হো-বা ক-রে-ছেন সৃ-ষ্টি

    সব-কি-ছুই চ-মৎ-কার,

    স-মু-দ্র, আ-কাশ, পৃ-থি-বী

    বন-জ-ঙ্গল আর পা-হাড়।

    জী-বন দি-য়ে দে-খ, তি-নি

    প্রেম ক-রে-ছেন ক-ত!

    তাই তাঁর-ই প্র-শং-সা-তে আম-রা

    থাক-ব প্র-তি-নি-য়-ত।

  2. ২. বা-প্তি-স্ম নি-য়ে তাই যি-শু

     কর-লেন এই প্র-তি-জ্ঞা,

    “আজ এ-সে-ছি পূ-রণ কর-তে

    তো-মার ই-চ্ছা, পি-তা।”

    আর প্রা-র্থ-নায় পি-তার কা-ছে

    চাই-লেন প্র-চুর শ-ক্তি,

    যা-তে তি-নি ক-থায় কা-জে তাঁর

    দে-খা-তে পা-রেন ভ-ক্তি।

  3. ৩. আজ এ-সে-ছি, ও যি-হো-বা,

    স-বার সাম-নে জা-নাই,

    আ-মার এই জী-বন আজ থে-কে

    দি-য়ে দি-লাম তো-মায়।

    নি-জের জী-বন দি-য়ে যি-শু

    কর-লেন আমা-য় উ-দ্ধার।

    তাই ম-নে রাখ-ব এ-খন থে-কে

    আর নয় এ জী-বন আ-মার।