সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৬৭

সাক্ষ্য দাও

সাক্ষ্য দাও

(২ তীমথিয় ৪:২)

  1. ১. আ-দেশ যি-হো-বা দি-লেন আজ

    যে-ন ক-রে যাই উ-দ্ধা-রের এই কাজ।

    যে প্র-ত্যা-শা আ-ছে এই বু-কে

    তা বল-তে থা-কি যে-ন স-কল-কে।

    (কোরাস)

    তাই সা-ক্ষ্য দাও,

    স-ত্য স-কল-কে শো-নাও!

    সা-ক্ষ্য দাও,

    শে-ষের দিন কা-ছে, জা-নাও।

    সা-ক্ষ্য দাও,

    ন-ম্র লো-কে-দের শে-খাও।

    সা-ক্ষ্য দাও

    সা-রা বি-শ্বে!

  2. ২. বাড়-বে স-ম-স্যার-ই তু-ফান,

    আর বি-রো-ধী-রা দে-বে না সম্‌-মান।

    চাই-বে লো-কে বন্‌-ধ হোক প্র-চার—

    যাঃ পা-শে আ-ছেন, অ-গাধ শক্‌-তি তাঁর।

    (কোরাস)

    তাই সা-ক্ষ্য দাও,

    স-ত্য স-কল-কে শো-নাও!

    সা-ক্ষ্য দাও,

    শে-ষের দিন কা-ছে, জা-নাও।

    সা-ক্ষ্য দাও,

    ন-ম্র লো-কে-দের শে-খাও।

    সা-ক্ষ্য দাও

    সা-রা বি-শ্বে!

  3. ৩. আস-ছে যে দে-খ খু-শির দিন,

    য-খন বাড়-বে স-ত্যের জ্ঞান প্র-তি-দিন।

    প-বি-ত্র তাই কর-তে যাঃ-য়ের নাম

    এই সু-সং-বাদ জা-না-ব অ-বি-রাম।

    (কোরাস)

    তাই সা-ক্ষ্য দাও,

    স-ত্য স-কল-কে শো-নাও!

    সা-ক্ষ্য দাও,

    শে-ষের দিন কা-ছে, জা-নাও।

    সা-ক্ষ্য দাও,

    ন-ম্র লো-কে-দের শে-খাও।

    সা-ক্ষ্য দাও

    সা-রা বি-শ্বে!