সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৭৭

অন্ধকার জগতে আলো

অন্ধকার জগতে আলো

(২ করিন্থীয় ৪:৬)

  1. ১. অ-ন্ধ-কার এই জ-গৎ এ-খন।

    পথ দে-খায় এক আ-লো।

    রা-তের পর, ভোর হয় ঠিক যে-মন,

    দেখ-ব দিন যে ভা-লো।

    (কোরাস)

    আ-লো-কি-ত কর-ছে

    তাঁর রা-জ্যের সু-স-মা-চার,

    আজ হৃ-দ-য়ে স-বার।

    জ্বল-ছে আ-লো আ-শার,

    দেখ-ছি কাল-কের দিন স্প-ষ্ট।

    আর নেই ক-ষ্ট।

  2. ২. অ-নে-কে স-ত্যে নেই জে-গে,

    যা-চ্ছে স-ময় বে-গে।

    আজ-কে তাই প্র-চার ক-রে যাই।

    দে-রি ঠিক নয়, ভে-বে।

    (কোরাস)

    আ-লো-কি-ত কর-ছে

    তাঁর রা-জ্যের সু-স-মা-চার,

    আজ হৃ-দ-য়ে স-বার।

    জ্বল-ছে আ-লো আ-শার,

    দেখ-ছি কাল-কের দিন স্প-ষ্ট।

    আর নেই ক-ষ্ট।