সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৯

যিহোবা আমাদের রাজা!

যিহোবা আমাদের রাজা!

(গীতসংহিতা ৯৭:১)

  1. ১. প্র-শং-সা, গৌ-রব হোক যি-হো-বার।

    আজ আ-কাশ আর বা-তাস যাঃ-য়ের গান-ই গায়।

    এ-সো আম-রা-ও তাই, গ-লা ছে-ড়ে গান গাই।

    চ-লো জ-গ-তে তাঁর নাম জা-নাই।

    (কোরাস)

    গাও আ-নন্‌-দে আ-কাশ, গাও আ-নন্‌-দে বা-তাস

    আজ যি-হো-বা আ-মা-দের রা-জা।

    গাও আ-নন্‌-দে আ-কাশ, গাও আ-নন্‌-দে বা-তাস

    আজ যি-হো-বা আ-মা-দের রা-জা।

  2. ২. উল্‌-লা-সে ক-রি যাঃ-য়ের গৌ-রব

    ম-হান ঈ-শ্ব-রের ম-তো কেউ নেই যে আর।

    হ্যাঁ যি-হো-বাই রা-জা, ক-রি তাঁর প্র-শং-সা,

    থাকি তাঁর অ-ধী-নে তি-নি চান।

    (কোরাস)

    গাও আ-নন্‌-দে আ-কাশ, গাও আ-নন্‌-দে বা-তাস

    আজ যি-হো-বা আ-মা-দের রা-জা।

    গাও আ-নন্‌-দে আ-কাশ, গাও আ-নন্‌-দে বা-তাস

    আজ যি-হো-বা আ-মা-দের রা-জা।

  3. ৩. যি-হো-বার রা-জ্যের হয় প্র-তি-ষ্ঠা

    তি-নি দি-লেন তাঁর পু-ত্র-কে সিং-হা-সন।

    বন্‌-দি হ-বে শয়-তান,

    সব কু-কর্‌-মের প্র-ধান।

    যাঃ ও যি-শু পা-বেন সব সম্‌-মান।

    (কোরাস)

    গাও আ-নন্‌-দে আ-কাশ, গাও আ-নন্‌-দে বা-তাস

    আজ যি-হো-বা আ-মা-দের রা-জা।

    গাও আ-নন্‌-দে আ-কাশ, গাও আ-নন্‌-দে বা-তাস

    আজ যি-হো-বা আ-মা-দের রা-জা।