সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জীবনটা সরল রাখি

জীবনটা সরল রাখি

ডাউনলোড:

  1. ১. “কেনো! কেনো!” বলে বিজ্ঞাপন,

    “আর তুমি থাকবে সুখী, নিরাপদ।”

    এই কথায় কিন্তু রাখলেই বিশ্বাস, 

    বানাবে জগৎ তোমায় এর দাস।

    (কোরাস)

    জীবনটা সরল

    যিহোবা রাখতে বলেন।

    জীবনটা সরল হলে হব সুখী।

    জীবনটা সরল

    রাখলেই সত্যিই স্বাধীন!

    জীবনটা সরল হলে হব সুখী।

  2. ২. মাথার উপর আছে যে ছাদ,

    প্রত্যেকটি পাতে গরম ডালভাত।

    এইভাবে রাখি জীবন সাদাসিধে।

    সব কিছু ঈশ্বর দেন জুগিয়ে।

    (কোরাস)

    জীবনটা সরল

    যিহোবা রাখতে বলেন।

    জীবনটা সরল হলে হব সুখী।

    জীবনটা সরল

    রাখলেই সত্যিই স্বাধীন!

    জীবনটা সরল হলে হব সুখী।

    (ব্রিজ)

    যিনি পাখিদের খাওয়ান,

    তিনি ছাড়বেন কি হাত আমার?

    তিনি সর্বশক্তিমান,

    এক নিশ্চিত আশ্রয় পাহাড়।

    তিনি পাশে দাঁড়ান।

  3. ৩. কতই-না ভালো সাদাসিধে জীবন!

    বেছেছি এটা কারণ সর্বোত্তম।

    যেহেতু কাঁধে এখন নেই আর ভার,

    ঈশ্বরকে দিতে পারছি যা তাঁর।

    (কোরাস)

    জীবনটা সরল

    যিহোবা রাখতে বলেন।

    জীবনটা সরল হলে হব সুখী।

    জীবনটা সরল

    রাখলেই সত্যিই স্বাধীন!

    জীবনটা সরল হলে হব সুখী।

    (কোরাস)

    জীবনটা সরল

    যিহোবা রাখতে বলেন।

    জীবনটা সরল হলে হব সুখী।

    জীবনটা সরল

    রাখলেই সত্যিই স্বাধীন!

    জীবনটা সরল হলে হব সুখী।