সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নিজের ভুল শুধরে নাও

নিজের ভুল শুধরে নাও

ডাউনলোড:

  1. ১. সারা পৃথিবীজুড়ে

    পাবে না কাউকে যে

    বলবে এগিয়ে

    সে করেনি ভুল কখনো।

    এবার পালা তোমার,

    সময় ভুল মেনে নেওয়ার।

    আজ মুশকিল পথ পেরিয়ে

    এগিয়ে যাও, নাও পিতার সাহায্য।

    কোরাস

    ওঠো আজ, লড়ে যাও,

    ভুল অভ্যাস বদলে দাও।

    ওঠো আজ ভরসায়,

    ছাড়ো ভুল নির্দ্বিধায়।

    তুমি হাত ধরো তাঁর,

    নেবেন পিতা তোমার ভার।

    আর তুমি বিশ্বাসে

    থাকবে দৃঢ় আগের চেয়ে,

    যদি ভুল শুধরে নাও।

  2. ২. নতুন ভোর এল আবার,

    আজকে মন ব্যথার পাহাড়।

    ফিরে পেতে চাও ওই দিন?

    আজ বেছে নাও পথ ঠিক।

    সময় সুস্থির হওয়ার,

    সাহায্য নাও যিহোবার।

    তাঁর বাক্য পথ দেখাবেই,

    আর তুমি ঠিক ভুল শুধরাতে পারবেই।

    কোরাস

    ওঠো আজ, লড়ে যাও,

    ভুল অভ্যাস বদলে দাও।

    ওঠো আজ ভরসায়,

    ছাড়ো ভুল নির্দ্বিধায়।

    তুমি হাত ধরো তাঁর,

    নেবেন পিতা তোমার ভার।

    আর তুমি বিশ্বাসে

    থাকবে দৃঢ় আগের চেয়ে।

    (ব্রীজ)

    তাই, যিহোবার বাক্য পড়ে,

    সব ভুল ছেড়ে স্বীকার করে,

    তাঁর মহান প্রেম হৃদয়ে নিশ্চয়ই

    খেয়াল আসবেই—

    ভুল নাও শুধরে।

    (কোরাস)

    ওঠো আজ, লড়ে যাও,

    ভুল অভ্যাস বদলে দাও।

    ওঠো আজ ভরসায়,

    ছাড়ো ভুল নির্দ্বিধায়।

    তুমি হাত ধরো তাঁর,

    নেবেন পিতা তোমার ভার।

    আর তুমি বিশ্বাসে

    থাকবে দৃঢ় আগের চেয়ে,

    যদি ভুল শুধরে নাও।

    নিজের ভুল শুধরে নাও।