সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবা আমাদের বোঝেন

যিহোবা আমাদের বোঝেন

ডাউনলোড:

  1. ১. আমাদের যখন মায়ের গর্ভে গঠন হয়,

    যিহোবার চোখে কিছুই গোপন নয়।

    তলিয়ে দেখেন অন্তরে সব,

    শোনেন প্রথম হৃদয় স্পন্দন।

    বোঝো কি এর গুরুত্ব?

    (কোরাস)

    যিহোবা আমাদের

    সকলের মন বোঝেন,

    যখন এ মনে হয় সংকোচ,

    কখনো খুশি বা আপশোস।

    যিহোবা সব বোঝেন,

    মন কী চায়, তা শোনেন।

    না বলা কথা কত যে, সেগুলো সব

    জানেন।

  2. ২. পিতা সন্তানের নেন যত্ন যেমন,

    যাঃ ভাবেন সবার জন্য তেমন।

    তোমার আমার গুণ করেন যাচাই

    যা তাঁর সেবাতে কাজে লাগাই।

    মনে রেখো তাঁর যত্ন।

    (কোরাস)

    যিহোবা আমাদের

    সকলের মন বোঝেন,

    যখন এ মনে হয় সংকোচ,

    কখনো খুশি বা আপশোস।

    যিহোবা সব বোঝেন,

    মন কী চায়, তা শোনেন।

    না বলা কথা কত যে, সেগুলো সব

    জানেন।

    (ব্রিজ)

    যেন ভুলি না তাঁর প্রেম, যিহোবা সবসময় ভালোবাসেন—সুখে ও দুঃখে।

    প্রার্থনায় বলি যে, ভয় যখন আঁকড়ে ধরে,

    যতই বিপদ আসে, তিনি সবসময় পাশে।

    (কোরাস)

    যিহোবা আমাদের

    সকলের মন বোঝেন,

    যখন এ মনে হয় সংকোচ,

    কখনো খুশি বা আপশোস।

    যিহোবা সব বোঝেন,

    মন কী চায়, তা শোনেন।

    না বলা কথা কত যে, সেগুলো সব জানেন।

    (কোরাস)

    যিহোবা আমাদের

    সকলের মন বোঝেন,

    যখন এ মনে হয় সংকোচ,

    কখনো খুশি বা আপশোস।

    যিহোবা সব বোঝেন,

    মন কী চায়, তা শোনেন।

    না বলা কথা কত যে, সেগুলো সব

    জানেন।