শান্তিপ্রিয় হয়ে বাঁচা
ডাউনলোড:
১. ট্র্যাফিক প্রতিদিন, যাতায়াত কঠিন, রাগে ফুঁসছে যে সবাই।
অকারণে এত টেনশনে লোকদের মাথা ফেটে যায়।
তখন মনে পড়ে সেই শাস্ত্রপদ, ‘ধরো ধৈর্য, হও সদয়।
তুমি প্রার্থনায় থেকে শান্ত, তাই সকল মন্দ করো জয়।’
(কোরাস)
শান্তিপ্রিয় হয়ে শান্তিহীন জগতে বাঁচা যে খুব মুশকিল।
তবে প্র্যাক্টিস করলে রোজ, হবে আরও সহজ, হয়ে ওঠা যে মৃদুশীল।
২. যখন কাজে যাই, আমি দেখি প্রায়ই রাগারাগি হয় প্রচুর।
যেমন তেলে বেগুন জ্বলে ওঠে আগুন, সেখান থেকে থাকি দূর।
বাইবেল বলে ’কাউকে ওপর ওপর নয়, গভীরভাবে বোঝার চেষ্টা করো।
কারো হৃদয়ে কষ্ট থাকলে, রাগ তা স্পষ্ট করবে। তাই সহমর্মী হও।’
(কোরাস)
শান্তিপ্রিয় হয়ে শান্তিহীন জগতে বাঁচা যে খুব মুশকিল।
তবে প্র্যাক্টিস করলে রোজ, হবে আরও সহজ হয়ে ওঠা যে মৃদুশীল।
(ব্রীজ)
চারিদিকে এক ঝড় প্রবল,
তবু দাঁড়িয়ে আছি সফল।
এমন শান্তি দেন যিহোবা, যা
এই জগৎ ভাবতে পারে না।
৩. এল শনিবার, রাজ্যের সুসংবাদ প্রচার করছি দরজায় দরজায়।
কিন্তু কেউ শুনে গুজব দেখাল ভীষণ ক্ষোভ—শয়তান এভাবেই গর্জায়!
যাঃয়ের কথা মেনে নিয়ে কোমল উত্তর দিয়ে ঝগড়া এড়িয়ে যাই।
বন্ধ কাঠ সাপ্লাই, তাই আগুন নিভে যায় আর আমরা শান্তি রাখি বজায়।
(কোরাস)
শান্তিপ্রিয় হয়ে শান্তিহীন জগতে বাঁচা যে খুব মুশকিল।
তবে প্র্যাক্টিস করলে রোজ, হবে আরও সহজ, হয়ে ওঠা যে মৃদুশীল।
(কোরাস)
শান্তিপ্রিয় হয়ে শান্তিহীন জগতে বাঁচা যে খুব মুশকিল।
তবে প্র্যাক্টিস করলে রোজ, হবে আরও সহজ, হয়ে ওঠা যে মৃদুশীল।