সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সৃষ্টিকে দেখো, দৃষ্টিকোণ বদলাও

সৃষ্টিকে দেখো, দৃষ্টিকোণ বদলাও

ডাউনলোড:

  1. ১. পূর্ণিমার চাঁদের আলোয়, দুশ্চিন্তা কেটে যায়।

    কী যে অপরূপ প্রেম ঈশ্বর দেখিয়েছেন! তাঁরই মতো ভাবতে চাই।

    কত উদার যাঃয়ের হাত! কত ঊষ্ণ তাঁর যত্ন!

    হতে চাচ্ছি মাত্র, যাঃয়ের প্রেমের পাত্র, তাঁর কাছে কৃতজ্ঞ!

    (কোরাস)

    আমরা নিই একটু সময় সৃষ্টি দেখার জন্যই,

    থেমে যাই কারণ ধ্যান করতে চাই।

    যাঃয়ের চিন্তার সুরে সুর মেলাই। হ্যাঁ, থেমে যাই,

    পাই শান্তির আমেজ,

    মন হয় সতেজ।

  2. ২. যখন যাঃয়ের দৃষ্টি থেকে আমরা দেখি সব কিছু,

    যাই না আমরা টলে আর থাকি তাঁর দলে, যাঁর দৃষ্টিভঙ্গি নিখুঁত।

    যখন দেখি যাঃয়ের সৃষ্টি, যায় হৃদয় জুড়িয়ে।

    বিশাল বড়ো আকাশ দিচ্ছে যাঃয়ের আশ্বাস, বুকে রাখবেন জড়িয়ে।

    (কোরাস)

    আমরা নিই একটু সময় সৃষ্টি দেখার জন্যই,

    থেমে যাই কারণ ধ্যান করতে চাই।

    যাঃয়ের চিন্তার সুরে সুর মেলাই। হ্যাঁ, থেমে যাই,

    পাই শান্তির আমেজ,

    মন হয় সতেজ।

    মন হয় সতেজ।

    মন হয় সতেজ।

    (কোরাস)

    আমরা নিই একটু সময় সৃষ্টি দেখার জন্যই,

    থেমে যাই কারণ ধ্যান করতে চাই।

    যাঃয়ের চিন্তার সুরে সুর মেলাই। হ্যাঁ, থেমে যাই,

    পাই শান্তির আমেজ,

    মন হয় সতেজ।

    (শেষ অংশ)

    সৃষ্টিকে দেখো, দৃষ্টিকোণ বদলাও।

    পাও শান্তির আমেজ।

    সৃষ্টিকে দেখো, দৃষ্টিকোণ বদলাও।

    থেমে যাও, পাও শান্তির আমেজ,

    মন হয় সতেজ।