গান ৫৪
আমাদের বিশ্বাস থাকা প্রয়োজন
১. ঈ-শ্বর অ-তী-তে ভাব-বা-দী দ্বা-রা
মা-নুষ-কে ব-লে-ছেন বার বার।
‘ক-রুক সব মা-নুষ মন প-রি-বর্-তন,’
ব-লেন পু-ত্র যে আ-বার।
(কোরাস)
মো-দের কি স্থির বি-শ্বাস আ-ছে?
তাই প্র-য়ো-জন জী-বন ত-রে।
মো-দের কাজ কি দেয় তার প্র-মাণ?
সেই বি-শ্বাস-ই জী-বন র-ক্ষা ক-রে।
২. যি-শুর আ-দে-শের হই বা-ধ্য মো-রা
ক-রি প্র-চার রা-জ্যের স-ত্য।
ব-লি সাব-ধা-নে ক-থা, নির্-দ্বি-ধায়;
কর-ব না স-ত্য গুপ্-ত।
(কোরাস)
মো-দের কি স্থির বি-শ্বাস আ-ছে?
তাই প্র-য়ো-জন জী-বন ত-রে।
মো-দের কাজ কি দেয় তার প্র-মাণ?
সেই বি-শ্বাস-ই জী-বন র-ক্ষা ক-রে।
৩. বি-শ্বাস নো-ঙর-রূপ দৃ-ঢ় যে মো-দের;
পড়-ব না ক-খ-নো স-রে।
শ-ত্রু য-দি-ও ক-রে তা-ড়-না,
জা-নি মুক্-তি অ-দূ-রে।
(কোরাস)
মো-দের কি স্থির বি-শ্বাস আ-ছে?
তাই প্র-য়ো-জন জী-বন ত-রে।
মো-দের কাজ কি দেয় তার প্র-মাণ?
সেই বি-শ্বাস-ই জী-বন র-ক্ষা ক-রে।
(আরও দেখুন, রোমীয় ১০:১০; ইফি. ৩:১২; ইব্রীয় ১১:৬; ১ যোহন ৫:৪.)