গান ৩৯
আমাদের শান্তির অধিকার
১. শান্-তির ঈ-শ্বর যি-হো-বার,
ক-রো প্র-শং-সা।
দূর কর-বেন যাঃ যুদ্-ধ সব,
আন-বেন এ-ক-তা।
যাঃ-য়ের পু-ত্র শান্-তি-রাজ,
কো-মল ও শান্-ত।
ন্যা-য়ের যুদ্-ধ জয় ক-রে
আন-বেন সুখ স-ত্য।
২. ক্রোধ ও বি-বাদ প-রি-ত্যাগ
ক-রে-ছি মো-রা।
শান্-তির ত-রে ভে-ঙে-ছি
খড়-গ ও বর্-শা।
সেই শান্-তি রাখ-তে অ-টুট
ক্ষ-মা যে কর-ব।
যি-শুর মেষ হ-য়ে স-দা
শান্-তি-তেই চল-ব।
৩. গ-ড়ে তুল-ব শান্-তি যা,
ফল ধার্-মি-ক-তার,
প্রার্-থ-নার-ই ফল, প্র-মাণ
স্বর্-গী-য় প্র-জ্ঞার।
এ-সো সেই শান্-তির প-থে
চ-লি যে স-বায়,
রা-জ্যের ফল য-ত-দিন না
ছ-ড়ায় সব জায়-গায়।
(আরও দেখুন, গীত. ৪৬:৯; যিশা. ২:৪; যাকোব ৩:১৭, ১৮.)