গান ৫০
ঈশ্বরীয় প্রেমের উদাহরণ
১. যি-হো-বা ঈ-শ্বর ক-রে-ছেন দান মো-দের
স-কল-কে,
প্র-ত্যেক-কে,
এক চি-হ্ন প্রে-মের, যা হয় চা-লক মো-দের,
তাঁর পথ থে-কে,
না যাই স-রে।
চ-লো তাঁর প-থে, যা ক-রে আ-মন্-ত্রণ;
সৎ কা-জের ত-রে, যা দেয় অ-নু-প্রে-রণ;
শান্-তির সেই প-থে তাঁর লোক গ-ড়ে বন্-ধন।
যাঃ-য়ের পথ প্রেম।
হ্যাঁ, তাঁর-ই পথ প্রেম।
২. চল-লে তাঁর প-থে ভাই-দের ত-রে প্রেম হয়
প্র-কৃ-ত,
আর উ-ষ্ণ;
এ-কে অ-ন্যের সব কা-জে হ-তে স-দয়
হই উদ্-দীপ্-ত,
আর হই প্রী-ত;
হ-বে যে স-হায় কর-তে ভু-লের ক্ষ-মা,
জা-গা-তে মো-দের স্নে-হ, ম-ধু-রি-মা,
হ-তে যে মো-দের পি-তার-ই প্র-তি-মা,
দে-খা-তে প্রেম,
মো-দের ভ্রা-তৃ-প্রেম।
৩. যাঃ-য়ের ত-রে প্রেম ক-রে সে-বায় র-ত
প্র-তি-ক্ষণ,
সর্-ব-ক্ষণ।
দে-খাই ভক্-তি আর আ-নন্-দে হই বা-ধ্য,
গাই তাঁর কীর্-তন,
যাঃ-য়ের কীর্-তন।
যা-রা চায় শুন-তে, জা-নাই তাঁর নাম তা-দের;
যে-ন হয় তা-রা উজ্-জ্বল আ-লোয় স-ত্যের,
তাঁর সে-বা যে-ন হয় ল-ক্ষ্য জী-ব-নের,
এ-টাই যে প্রেম।
এ-টাই স-ত্য প্রেম।
(আরও দেখুন, রোমীয় ১২:১০; ইফি. ৪:৩; ২ পিতর ১:৭.)