গান ৩৫
ঈশ্বরের ধৈর্যের জন্য কৃতজ্ঞতা
১. ম-হান ঈ-শ্বর শক্-তি-মান অ-তি,
ন্যা-য়ের ত-রে দে-খাও প্রী-তি।
এই জ-গৎ যে মন্দের অ-ধীন,
তো-মায় কষ্-ট দেয় সী-মা-হীন।
নও যে শি-থিল, যা ব-লে লো-কে;
কর-তে মন্দের শেষ দিন নি-ক-টে।
ক-রি শ-রণ তাই তো-মা-রে,
ঋ-ণী তো-মার ন্যায়, ধৈর্-য ত-রে।
২. হা-জার ব-ছর তো-মার ন-য়-নে,
হয় শেষ শু-ধুই যে এক-দি-নে।
তো-মার ম-হা-দিন অ-দূ-রে;
আস-বে যে সেই দিন অ-চি-রে।
য-দি-ও পাপ তো-মার ঘৃ-ণি-ত,
ফে-রা-লে মন ত-বু হও প্রী-ত।
আ-ছি আ-শায় তাই পথ চে-য়ে,
ক-রি কীর্-তন খু-শি হৃ-দ-য়ে।
(আরও দেখুন, লূক ১৫:৭; ২ পিতর ৩:৮, ৯.)