গান ২৬
ঈশ্বরের সঙ্গে গমনাগমন করো!
(মীখা ৬:৮)
১. যাঃ-য়ের সা-থে গ-মন ক-রো;
হ-য়ে ন-ম্র, উ-দার।
নিষ্-ঠা তো-মার র-ক্ষা ক-রো;
শক্-তি পা-বে যে তাঁর।
থাক-লে স-দা স-ত্যে যাঃ-য়ের,
হ-বে না ব-ঞ্চি-ত;
ছোট্-ট শি-শুর ম-তোই মো-দের,
স-হায় হ-বেন পি-তঃ।
২. যাঃ-য়ের সা-থে গ-মন ক-রো;
ক-রে শু-চি হৃ-দয়।
হও যে প-রি-প-ক্ব পু-রো,
কর-বে তাঁর ইচ্-ছা জয়।
ক-রো ধ্যান যা শুদ্-ধ, স-ত্য,
ন্যা-য্য ও প্রে-ম-ময়,
হ-বে তু-মি দৃ-ঢ় চিত্-ত,
য-দি হন যাঃ আ-শ্রয়।
৩. যাঃ-য়ের সা-থে গ-মন ক-রো,
বি-শ্বাস ভ-রে স-দা
সুখ আর ভক্-তি অর্-জন ক-রো,
শ্রেষ্-ঠ প্রাপ্-তি যে তা।
যাঃ-য়ের সা-থে গ-মন ক-রো
দাও যোগ কীর্-ত-নে তাঁর।
ম-হা-সু-খের ত-রে ক-রো,
রা-জ্যের বার্-তা প্র-চার।
(আরও দেখুন, আদি. ৫:২৪; ৬:৯; ফিলি. ৪:৮; ১ তীম. ৬:৬-৮.)