গান ৭
খ্রিস্টীয় উৎসর্গীকরণ
১. সৃষ্-টি যি-হো-বা ক-রে-ছেন
বি-শ্ব অ-তি ম-হান,
আ-কাশ, পৃ-থি-বী সব-ই তাঁর
নিজ হা-তের-ই নির্-মাণ।
জী-বন বা-য়ু তি-নি দি-লেন
সৃষ্-টি পে-ল প্র-মাণ,
যো-গ্য যে তি-নি সব প্র-শং-সার,
স-বার উ-পা-স-না পান।
২. যি-শু বাপ্-তিস্-ম নেন জ-লে
হয় যে-ন ন্যায় পূ-রণ।
‘কর-ব তো-মার ইচ্-ছা পা-লন,’
এই যে তাঁর নি-বে-দন।
যর্-দন থে-কে য-খন উঠ-লেন
অ-ভি-ষিক্-তের ম-তন,
অ-নু-গ-ত ও বা-ধ্য সে-বায়
হ-বেন উৎসর্-গি-ত-জন।
৩. মো-রা এ-সে-ছি, যি-হো-বা,
ক-রি তো-মায় ম-হান।
ন-ম্র-তায় অ-স্বী-কার ক-রে
উৎসর্-গ ক-রি প্রাণ।
দি-লে তু-মি নিজ পু-ত্র-কে,
অ-মূ-ল্য যে তাঁর দান।
নি-জের জ-ন্য না বেঁ-চে মো-রা,
তো-মা-কেই দে-ব এই প্রাণ।
(আরও দেখুন, মথি ১৬:২৪; মার্ক ৮:৩৪; লূক ৯:২৩.)