গান ৫
খ্রিস্ট, আমাদের আদর্শ
১. নিজ প্রি-য় পু-ত্র-কে,
দি-য়ে মো-দের ত-রে,
ক-রে-ছেন ঈ-শ্বর আ-শিস, প্রেম বর্-ষণ।
সেই স-ম-য়ে খ্রিস্-ট,
হন যে মো-দের খা-দ্য,
যে-ন পাই মো-রা অ-নন্-ত-জী-বন।
২. খ্রিস্-ট দেন যে শি-ক্ষা,
কর-তে এই প্রার্-থ-না,
হয় নাম প-বি-ত্র যে-ন ঈ-শ্ব-রের।
যে-ন আ-সে রা-জ্য,
তাঁর ইচ্-ছা হয় সিদ্-ধ,
ক-রেন দান স-দা খা-দ্য যে মো-দের।
৩. যি-শু জা-নান স-ত্য,
ক-রেন তা-দের যত্-ন,
যা-রা মেষ তাঁর-ই, চ-লে তাঁর প-থে।
রা-জ্যের সেই বীজ য-দি,
আজ-ও ব-পন ক-রি,
ত-বেই লাভ হ-বে সুখ অ-ব-শে-ষে।
(আরও দেখুন, মথি ৬:৯-১১; যোহন ৩:১৬; ৬:৩১-৫১; ইফি. ৫:২.)