গান ৪৩
জেগে থাকো, নিশ্চল হও, বলবান হও
১. হও স-জাগ, দৃ-ঢ় ও স-বল,
ব-জায় রা-খো এই প্র-ত্যয়।
সা-হ-সে চ-লো এ-গি-য়ে,
হ-বে জয় তো-মার নিশ্-চয়।
হই মো-রা খ্রিস্-টের আ-জ্ঞার বা-ধ্য,
ক-রি স-মর্-থন যে তাঁর প-ক্ষ।
(কোরাস)
হও স-জাগ, দৃ-ঢ় এ-বং স-বল!
শেষ অ-ব-ধি স্থির থা-কো!
২. হও স-জাগ ও থা-কো প্রস্-তুত
বা-ধ্য-তার ত-রে স-দা।
হও স-তর্-ক মান-তে খ্রিস্-টের
বি-শ্বস্-ত দা-সের আ-জ্ঞা।
শো-নো প্রা-চীন-দের প-রা-মর্-শ,
যা-রা খ্রিস্-টের মেষ-দের নেয় যত্-ন।
(কোরাস)
হও স-জাগ, দৃ-ঢ় এ-বং স-বল!
শেষ অ-ব-ধি স্থির থা-কো!
৩. হও স-জাগ, এ-ক-তা-বদ্-ধ,
সু-স-মা-চার প্র-চা-রে।
বা-ধা দি-লে-ও শ-ত্রু-রা
থা-কো র-ত সেই কা-জে।
তাঁর প্র-শং-সা-গা-নে নাও অং-শ।
দে-খো! যাঃ-য়ের দিন আস-বেই শী-ঘ্র!
(কোরাস)
হও স-জাগ, দৃ-ঢ় এ-বং স-বল!
শেষ অ-ব-ধি স্থির থা-কো!
(আরও দেখুন, মথি ২৪:১৩; ইব্রীয় ১৩:৭, ১৭; ১ পিতর ৫:৮.)