সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৩৩

তাদের ভয় কোরো না!

তাদের ভয় কোরো না!

(মথি ১০:২৮)

১. হে মোর লোক সব এ-গোও স-দা,

হোক প্র-চার বার্‌-তা রা-জ্যের।

পে-ও না ভয় শ-ত্রু-দের।

জা-নুক প্রে-মী-রা স-ত্যের

আ-মার পু-ত্র কর-ছে শা-সন,

প-ড়ে-ছে সব শ-ত্রু তাঁর,

শী-ঘ্র বদ্‌-ধ হ-বে শয়-তান,

মুক্‌-ত হ-বে তার শি-কার।

(কোরাস)

ভয় কো-রো না, হে মোর প্রি-য়,

দেয় য-দি হুম-কি তা-রা।

মোর দাস-দের কর-ব সু-র-ক্ষা,

যে-ন মোর ন-য়ন-তা-রা।

২. য-দি-ও বা অ-ধিক তা-রা,

যা-রা অ-প-মান ক-রে,

যা-রা তো-ষা-মোদ ক-রে,

ছ-ল-না ক-রার ত-রে।

ত-বু হে মোর বীর যোদ্‌-ধা-রা,

তা-ড়-নায় কো-রো না ভয়,

ধার্‌-মিক-দের কর-ব সু-র-ক্ষা,

য-ত-দিন না হয় বি-জয়।

(কোরাস)

ভয় কো-রো না, হে মোর প্রি-য়,

দেয় য-দি হুম-কি তা-রা।

মোর দাস-দের কর-ব সু-র-ক্ষা,

যে-ন মোর ন-য়ন-তা-রা।

৩. থা-কো নির্‌-ভয়, যাই-নি ভু-লে;

আ-মিই ঢাল এ-বং শক্‌-তি।

অ-কাল-মৃ-ত্যু হয় য-দি,

কর-ব মৃ-ত্যু-কে বন্‌দি।

নেই ভয় দে-হের ঘা-তক-কে,

যে অ-ক্ষম রোধ কর-তে জী-বন।

ব-জায় রা-খো বি-শ্বাস স-দা;

কর-বে ল-ক্ষ্য যে অর্‌-জন!

(কোরাস)

ভয় কো-রো না, হে মোর প্রি-য়,

দেয় য-দি হুম-কি তা-রা।

মোর দাস-দের কর-ব সু-র-ক্ষা,

যে-ন মোর ন-য়ন-তা-রা।