সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৫২

তোমার হৃদয়কে রক্ষা করো

তোমার হৃদয়কে রক্ষা করো

(হিতোপদেশ ৪:২৩)

১. র-ক্ষা ক-রো হৃ-দয় তো-মার,

ত-বেই পা-বে জী-বন।

হৃ-দয় প-ড়েই জা-নেন ঈ-শ্বর,

গুপ্‌-ত মা-নুষ কে-মন।

ক-খ-নো হয় হৃ-দয় ব-ঞ্চক,

ক-রে ভ্রান্‌-ত তো-মায়।

যাঃ-য়ের প-থে থা-কার ত-রে,

চ-লো স-দা প্র-জ্ঞায়।

২. কর-তে যাঃ-য়ের সন্‌-ধান ক-রো

আন্‌-ত-রিক প্রার্‌-থ-না।

দাও প্র-শং-সা ও ধ-ন্য-বাদ।

জা-নাও তো-মার চিন্‌-তা।

মো-দের ত-রে যাঃ-য়ের শি-ক্ষা,

চল-ব মো-রা মে-নে।

কর-ব খু-শি তাঁ-কে স-দা,

বা-ধ্য হৃ-দয় গ-ড়ে।

৩. মন্‌-দ চিন্‌-তা কর-তে বর্‌-জন;

নাও হৃ-দ-য়ে স-ত্য।

য-দি শক্‌-তি নাও তাঁর আ-ত্মার,

হ-বে উদ্‌-দী-পি-ত।

যাঃ ক-রেন প্রেম বা-ধ্য লোক-দের;

রা-খো যে এই আস্‌-থা।

যাঃ-য়ের বন্‌-ধু হ-য়ে ক-রো

পূর্‌-ণ-হৃ-দয় সে-বা।