গান ২
ধন্যবাদ, যিহোবা
১. ধ-ন্য-বাদ, যি-হো-বা, দিই দিন ও রা-তে,
রে-খে-ছ মো-দের তো-মার আ-লো-তে।
ধ-ন্য মো-রা প্রার্-থ-নার সু-যোগ ত-রে,
আস-তে পা-রি তাই আজ তো-মার দ্বা-রে।
২. ধ-ন্য-বাদ, যি-হো-বা, দিই পু-ত্রের জ-ন্য,
জ-গৎ জ-য়ী বি-শ্বাস যে তাঁর ধ-ন্য।
ধ-ন্য-বাদ, তো-মায় নির্-দে-শ-নার জ-ন্য,
কর-তে পা-রি যে-ন মা-নত পূর্-ণ।
৩. ধ-ন্য-বাদ, ঈ-শ্বর, দি-লে মো-দের সু-যোগ,
হ-লাম তো-মার নাম ও স-ত্যের ঘো-ষক।
ধ-ন্য-বাদ দিই তো-মায়, দূর কর-বে দুঃ-খ,
রা-জ্যের আ-শিস হয় যে-ন অ-নন্-ত।
(আরও দেখুন, গীত. ৫০:১৪; ৯৫:২; ১৪৭:৭; কল. ৩:১৫.)