সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ২৮

নতুন গীত

নতুন গীত

(গীতসংহিতা র ৯৮ গীত)

১. গাও, যাঃ-য়ের ত-রে, এক ন-তুন গান গাও প্র-শং-সার।

জা-নাও যে স-বাই-কে ম-হান সব কর্‌-ম তাঁর।

তাঁর স-বল বা-হুর, ক-রো কীর্‌-তন; জ-য়ী তি-নি।

ক-রেন ন্যা-য়ের ত-রে, ধার্‌-মিক বি-চার যি-নি।

(কোরাস)

গাও, গাও, গাও!

গাও সেই গান, যা নূ-তন!

গাও, গাও, গাও!

যি-হো-বা মোর রা-জন।

২. গাও, আ-নন্‌দে গান, যাঃ-য়ের ত-রে, যি-নি রা-জা!

ক-রো না-মের গৌ-রব, যাঃ-য়ের স-কল প্র-জা।

হও, অং-শী তা-দের, যা-দের সং-খ্যা অ-তি প্র-চুর।

বী-ণা ও তূ-রীর রব মি-লায় এ-ক-ত্রে সুর।

(কোরাস)

গাও, গাও, গাও!

গাও সেই গান, যা নূ-তন!

গাও, গাও, গাও!

যি-হো-বা মোর রা-জন।

৩. গাও, বি-শাল সা-গর, ক-রো প্র-শং-সা-গান যাঃ-য়ের।

সেই সু-রে সুর মি-লাও, সৃষ্‌-টি সব জ-গ-তের।

দাও, ক-র-তা-লি, সব নদ-ন-দী আর এই ভু-বন।

পা-হাড়, গি-রি-মা-লা, ক-রো যাঃ-য়ের কীর্‌-তন।

(কোরাস)

গাও, গাও, গাও!

গাও সেই গান, যা নূ-তন!

গাও, গাও, গাও!

যি-হো-বা মোর রা-জন।

(আরও দেখুন, গীত. ৯৬:১; ১৪৯:১; যিশা. ৪২:১০.)