সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৩৪

নামের যোগ্যরূপে চলা

নামের যোগ্যরূপে চলা

(যিশাইয় ৪৩:১০-১২)

১. ম-হান যি-হো-বা শক্‌-তি-মান, অ-নন্‌-ত,

সিদ্‌-ধ তু-মি শক্‌-তি, ন্যায় ও প্রে-মে।

স-কল স-ত্য আর অ-সীম প্র-জ্ঞার উৎস,

রা-জা তু-মি শা-সন ক-রো স্বর্‌-গে।

তো-মার লোক মো-রা তো-মার সে-বায় প্রী-ত;

খু-শি প্র-চার ক-রে বার্‌-তা রা-জ্যের।

(কোরাস)

তো-মার সা-ক্ষি হ-য়ে হ-লাম যে ধ-ন্য।

চল-ব যো-গ্য হ-য়ে মো-দের না-মের!

২. প-বি-ত্র সে-বায় ক-রে কাজ এ-ক-ত্রে

গ-ড়ে তু-লি ভ্রা-তৃ-প্রে-মের বন্‌ধন।

মো-রা পাই সুখ, আ-নি তো-মার প্র-শং-সা,

ক-রি গৌ-রব, শে-খাই স-ত্য য-খন।

হে যাঃ, তো-মার না-মে পে-য়ে প-রি-চয়,

হয় লাভ সু-যোগ তো-মা-রি কীর্‌-ত-নের।

(কোরাস)

তো-মার সা-ক্ষি হ-য়ে হ-লাম যে ধ-ন্য।

চল-ব যো-গ্য হ-য়ে মো-দের না-মের!

(আরও দেখুন, দ্বিতীয়. ৩২:৪; গীত. ৪৩:৩; দানি. ২:২০, ২১.)