গান ১৯
পরমদেশ সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞা
১. যাঃ ক-রেন পণ, এক প-রম-দে-শের,
খ্রিস্-ট য-খন কর-বেন শা-সন,
পাপ আর মৃ-ত্যু, ব্য-থা ও অ-শ্রু,
অ-ব-সান সব হ-বে ত-খন।
(কোরাস)
এক প-রম-দেশ জ-গৎ হ-বে।
দে-খি মো-রা ম-নের চো-খে।
খ্রিস্-ট পূ-রণ কর-বেন এই পণ,
যাঃ-য়ের ইচ্-ছা কর-বেন সা-ধন।
২. শী-ঘ্র পু-ত্র এই পৃ-থি-বী-তে,
পু-ন-রুত্-থান কর-বেন য-খন।
‘থাক-বে তু-মি সেই প-রম-দে-শে,’
যি-শুর এই পণ হ-বে পূ-রণ।
(কোরাস)
এক প-রম-দেশ জ-গৎ হ-বে।
দে-খি মো-রা ম-নের চো-খে।
খ্রিস্-ট পূ-রণ কর-বেন এই পণ,
যাঃ-য়ের ইচ্-ছা কর-বেন সা-ধন।
৩. এই পণ প্র-ভুর আর তি-নি এ-খন
যো-গ্য রা-জা এই ভু-ব-নের।
তাই মো-রা রোজ কৃ-ত-জ্ঞ-চিত্-তে,
গু-ণ-কীর্-তন ক-রি যাঃ-য়ের।
(কোরাস)
এক প-রম-দেশ জ-গৎ হ-বে।
দে-খি মো-রা ম-নের চো-খে।
খ্রিস্-ট পূ-রণ কর-বেন এই পণ,
যাঃ-য়ের ইচ্-ছা কর-বেন সা-ধন।
(আরও দেখুন, মথি ৫:৫; ৬:১০; যোহন ৫:২৮, ২৯.)