সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ২৪

পুরস্কারে তোমার চোখ রাখো!

পুরস্কারে তোমার চোখ রাখো!

(২ করিন্থীয় ৪:১৮)

১. য-খন অন্‌-ধ দেখ-তে পা-বে,

ব-ধির-দের কান শুন-তে পা-বে,

ম-রু-ভূ-তে ফুট-বে গো-লাপ,

শুষ্‌-ক ভূ-মি-তে জল-প্র-পাত,

য-খন খ-ঞ্জ লম্‌-ফ দে-বে,

প্রি-য় যা-রা কা-ছে থাক-বে,

সব-ই তু-মি দেখ-তে পা-বে,

রয় চোখ য-দি পু-রস্‌-কারে।

২. য-খন বো-বা জিহ্‌-বা বল-বে,

বৃদ্‌-ধ ত-রুণ হ-য়ে উঠ-বে,

ভূ-মি ফ-লা-বে ফল প্র-চুর,

উত্‌-তম বস্‌-তু হ-বে না দূর,

য-খন শি-শুর গা-নে ভর-পুর,

চা-রি-দি-কে শান্‌তি প্র-চুর,

পু-ন-রুত্‌-থান দেখ-তে পা-বে,

রয় চোখ য-দি পু-রস্‌-কারে।

৩. য-খন নেক-ড়ে ও মেষ চর-বে,

ভাল্‌-লুক, বা-ছুর মি-লে রই-বে,

ছোট্‌-ট বা-লক চ-রা-বে সব,

মান-বে তা-রা বা-ল-কের রব,

য-খন অ-শ্রু বই-বে না আর,

ভয় ও ব্য-থা থাক-বে না আর,

ঈ-শ্ব-রের দান দেখ-তে পা-বে,

রয় চোখ য-দি পু-রস্‌-কারে।

(আরও দেখুন, যিশা. ১১:৬-৯; ৩৫:৫-৭; যোহন ১১:২৪.)